বিড়ালের উৎপাত ও অন্যান্য

১.

জামান: তোর বাড়িতে যে বিড়ালের উৎপাত চলছিল, তা কি কমেছে?
আলিম: আর বলিস না। বিড়ালটাকে যত দূরেই রেখে আসি, প্রতিবারই ঠিক বাড়ি ফিরে আসে।
জামান: তারপর?
আলিম: শেষবার তো বিড়ালটাকে এত দূরে ছেড়ে এলাম যে আমিই ফেরার রাস্তা চিনছিলাম না!
জামান: তারপর বাসায় ফিরলি কীভাবে?
আলিম: কেন? বিড়ালটার পেছনে পেছনে!

২.

হিমেল টাইমমেশিন থেকে নেমে বন্ধুদের বলল—
হিমেল: আমি ভবিষ্যতে গিয়ে তোদের একটা কৌতুক বলে এসেছি।
বন্ধুরা: কী ছিল কৌতুকটা?
হিমেল: এখন আর বলে কী লাভ! সে সময় তো তোদের হাসিই পেল না!

৩.

ডাক্তার: আপনার পানিশূন্যতা দেখা দিয়েছে। আপনাকে রোজ ১০ গ্লাস পানি খেতে হবে।
আহমেদ: সে তো অসম্ভব!
ডাক্তার: কেন?
আহমেদ: আমাদের বাসায় মাত্র তিনটাই গ্লাস!

অলংকরণ: সব্যসাচী চাকমা