লিপস্টিক-কাণ্ড

অলংকরণ : রাকিব রাজ্জাক
অলংকরণ : রাকিব রাজ্জাক

আমার এক ছোট্ট বোন আছে। নাম সারা। বয়স ৪ বছর। ও লিপস্টিক দিতে খুব পছন্দ করে। একদিন বাসায় আমি আর সারা একা। আমি টেবিলে পড়ছিলাম। আর আমার পড়ার টেবিলের পাশে বসে খেলছিল সারা। এরই মধ্যে একটু ওয়াশরুমে গিয়েছিলাম আমি। ফিরে এসে দেখি তাজ্জব কাণ্ড! সারা কথা বলার চেষ্টা করছে কিন্তু মুখ খুলতে পারছে না। কী করব বুঝতে না পেরে চামচ ঢুকিয়ে অনেক কষ্টে ওর মুখ খুললাম। সারা বলল, ‘আপু, তোমার পড়ার টেবিলে রাখা লিপস্টিকটা এ রকম কেন? ঠোঁটে দেওয়ার পর দেখি মুখ খুলতে পারছি না।’ আমি তো অবাক। আমার পড়ার টেবিলে লিপস্টিক আসবে কোথা থেকে? আমি বললাম, ‘কই দেখি লিপস্টিক?’ ও আমাকে যা দেখাল, তা দেখে আমি তো হতবাক। টেবিলে রাখা গ্লু-স্টিককে লিপস্টিক ভেবে ঠোঁটে লাগিয়েছিল সারা। তারপর থেকে এখন পর্যন্ত লিপস্টিক দিতে সাবধান হয়ে গেছে ও।


লেখক : শিক্ষার্থী, ৭ম শ্রেণি, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল