মশার উৎপাত ও অন্যান্য

১.

বাসায় মশার খুব উৎপাত। কিন্তু কয়েল কেনার টাকা নেই সাজিদের। তাই সে একটা কাগজে ‘কয়েল’ লিখে ঘুমিয়ে পড়ল।

পরদিন সকালে দেখল একটা কাগজে লেখা, ‘মরা মশা!’

২.

বাচ্চা মশা প্রথমবারের মতো রক্ত খেয়ে এল।
মা মশা: তোমার অভিযান কেমন ছিল?
বাচ্চা মশা: দারুণ! সবাই আমাকে দেখে হাততালি দিচ্ছিল।

৩.

রিয়াদ: আমি অতিথি অপছন্দ করি।
জনি: কেন?
রিয়াদ: আমি যখনই কোনো অতিথিকে দাওয়াত দিয়ে খাওয়াই, পরেরবার সেই অতিথি বই উপহার নিয়ে আসে, ‘রান্না করার ১০১ উপায়!’

৪.

মানিক: অফিসের লাস্ট প্রজেক্টটা আমি ৭ দিন কম সময়ে ও ১০ হাজার টাকা কমে শেষ করেছি।
বস: ঠিক আছে। এর পরের প্রজেক্টে তোমাকে ৭ দিন ও ১০ হাজার টাকা কম দেওয়া হবে।

অলংকরণ : সব্যসাচী চাকমা