ছোটবেলা

অলংকরণ : রাকিব রাজ্জাক
অলংকরণ : রাকিব রাজ্জাক

ছোটবেলাটা কী মজার ছিল। অল্প পড়া, সামান্য কিছু বাড়ির কাজ। হাজিরা খাতায় নামের পাশের কার্টুন, পরি আর কত কিছু আঁকা থাকত। হাজিরা মিস আমাদের নিয়ে মাঠে নেমে খেলা করাতেন। কত খেলা... ফুটবল, বিস্কুটদৌড়, সময় কত দ্রুত পার হয়। প্রথম থেকে পঞ্চম কত কিছু লিখতে, জানতে, পড়তে শিখেছি। মধ্যখানে পাঁচটি বছর। স্যার, মিসদের আদরে কখন পার হয়ে গেছে বুঝতে পারিনি। পিইসির আগে যেন বুঝতে পারলাম এখানে আর থাকতে পারব না। আর মাঠে ব্যাডমিন্টন খেলতে পারব না। টনিক স্যারের জোকস আর শুনতে পাব না। সব কেমন স্বপ্নের মতো। ঘুম ভাঙলেই সব শেষ। শেষটা হয়েই গেল। ‘রহনপুর গাজী শিশু শিক্ষানিকেতন’ থেকে বিদায় নিয়েই নিলাম। বন্ধুরা, তোদের অনেকের নম্বর আমার কাছে নেই। যদি ‘কিশোর আলো’ লেখাটা ছাপে। পারলে যোগাযোগ করিস।

লেখক : শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণি, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ