খাওয়া বন্ধ

অলংকরণ : রাকিব রাজ্জাক
অলংকরণ : রাকিব রাজ্জাক

কয়েক দিন আগে আমাদের বাসায় দুজন এসেছিলেন খানাশুমারির জন্য তথ্য নিতে। বাবা সব তথ্য একসঙ্গে নিয়ে একটা কাগজে লিখছে। তখন দেখা গেল, আমার ভাই দীপ্তর জন্মনিবন্ধন ফরম পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া গেল না। দীপ্ত বেশ চিন্তায় পড়ে গেল। ও ভাবল, যেহেতু ওর জন্মনিবন্ধন ফরম পাওয়া যাচ্ছে না, তাই বোধ হয় ওর খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি বললাম, চিন্তা করিস না, সবার খাবার থেকে একটু একটু করে নিয়ে দেব তোকে। এটা শুনে ও একটু শান্তি পেল। তারপর ওর জন্মনিবন্ধন ফরম পাওয়া গেল। নিশ্চিন্ত হলো দীপ্ত।


লেখক : শিক্ষার্থী, নবম শ্রেণি, ইক্ষু গবেষণা উচ্চবিদ্যালয়, পাবনা