ব্যর্থতা

আঘাত করা থেকে
পরিত্রাণ নিতে গিয়ে
তির হারিয়ে
ফেলছে তার লক্ষ্য
আহত হবার দিন শেষে
ঠোঁটে জমে যাচ্ছে বরফযুগ
হাতের শিরা নীল
হয়ে ফুলে উঠছে
চোখের পাশের ট্যাটু
দেখতে দিচ্ছে না
কান্নার অন্ধকার দাগ
বন্ধ হয়ে যাচ্ছে
পশ্চিম দেয়াল
কাঁটাতার পেরুতে
না পারলেও মানুষগুলো
ঠিক জানে অব্যর্থ হামাগুড়ি
আমরা কেনই-বা আহত
হবার দিকে এগিয়ে যাচ্ছি!