দুষ্ট ছেলে, পুলিশ ও অন্যান্য

দুষ্টু ছেলে: হ্যালো, এটা থানা?
পুলিশ: হ্যাঁ, আমি পুলিশ বলছি।
দুষ্টু ছেলে: স্যার, এখানে মাটির নিচে অনেক লাশ!
পুলিশ: কী! সত্যি? আমি ফোর্স নিয়ে আসছি। ঠিকানা বলুন।
দুষ্টু ছেলে: বনানী কবরস্থান!

*

পুলিশ: আপনাকে জরিমানা করা হবে। এটা মেয়াদোত্তীর্ণ মাল। এখানে লেখা আছে ২১-০৪-২০১৩।
দোকানদার: আমি তো বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি, তাই এর মেয়াদ এখনো বহু বছর আছে!
সংগ্রহে: আশরাফুল আলম, নান্দাইল, ময়মনসিংহ

*

ছেলে: বলো তো বাবা, বাড়ি কেনার জন্য যে লোন দেওয়া হয়, তাকে কী বলে?
বাবা: হাউস লোন।
ছেলে: আচ্ছা, এবার বলো, সাইকেল কেনার জন্য যে লোন দেওয়া হয়, তাকে কী বলে?
বাবা: জানি না তো।
ছেলে: সাইক্লোন!

*

রোগী: ডাক্তার সাহেব, আমাকে কুকুরে কামড়িয়েছে!
ডাক্তার: আপনি জানেন না, আমার রোগী দেখার সময় চারটা থেকে ছয়টা?
রোগী: জানি, কিন্তু ওই হতচ্ছাড়া কুকুরটা জানে না!

*

একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন বাঁচার কারণে টিভি চ্যানেল থেকে তাঁর সাক্ষাৎকার নিতে এসেছে।
সাংবাদিক: ১২৫ বছর বাঁচার কারণ বলুন।
বৃদ্ধা: কারণ, আমি ১২৫ বছর আগে জন্মগ্রহণ করেছি।
সংগ্রহে: কানিজ মাসরুরা নুসরাত