তলস্তোয়ের হিতোপদেশ

নেকড়ে আর ছাগল
নেকড়ে দেখল, একটা ছাগল পাথুরে পাহাড় বেয়ে উঠছে। কিন্তু সেই খাড়া পাহাড়ে ওঠা নেকড়ের কম্ম নয়। নেকড়েটা ছাগলকে বলল, ‘কেন এত কষ্ট করা! নিচের সমতল পথ ধরে যাচ্ছিস না কেন? সে পথে তোর খাবার মিলবে, তোফা খানা!’
আর ছাগল বলল, ‘আমাকে কেন উপদেশ দিচ্ছ তা ভালোভাবেই জানি আমি। তুমি আমার খাবারের কথা ভাবছ না হে, ভাবছ তোমার খাবারের কথা!’

শিকারি ও তিতির
শিকারির জালে ধরা পড়ল তিতির। শিকারিকে বারবার অনুনয় করতে লাগল সে, ‘ছেড়ে দাও আমাকে। একবার ছেড়েই দেখো, আমি তোমার অনেক উপকার করব। আমি অন্য তিতিরদের এনে তোমার জালের দিকে ঠেলে দেব।’
তিতিরের কথা শুনে শিকারি বলল, ‘তোকে এমনিতেই ছাড়তাম না। এখন তোর কথা শুনে একেবারেই ছাড়ব না। তোর গলা মটকে দেব। কারণ, ভাইবোনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও তোর বাধে না।’

কুকুর আর কুকুরের ছায়া
কুকুরটা নদী পার হচ্ছিল একটা তক্তার ওপর দিয়ে। মুখে ছিল মাংসের টুকরা। নদীর জলে সে দেখতে পেল নিজের ছায়া। ভাবল, আরে! আরেকটা কুকুর যাচ্ছে মাংস নিয়ে! কুকুরটা নিজের মাংসের টুকরো ফেলে দিয়ে জলে দেখা কুকুরের মাংসটা কেড়ে নিতে গেল। কুকুরের ছায়ার কাছে তো মাংস ছিল না, কুকুরের মাংসের টুকরাটাও গেল জলে ভেসে।
খাওয়ার মতো কিছুই থাকল না কুকুরটার!