নাম রেখেছি কাজলরেখা

একটি ছড়া লিখতে গেলাম তেপান্তরে

খুঁজতে গিয়ে হাতড়ে বেড়াই ঠিক দুপুরে

হঠাৎ দেখি এক কিশোরী যাচ্ছে একা

কী নাম তোমার? বলল মেয়ে অশ্রুলেখা

নামটি আমার মেঘের মতো আকাশজুড়ে

যাচ্ছে উড়ে

বৃষ্টি পড়ে সৃষ্টি ছাড়া

টাপুরটুপুর ঝরছে কি জল?

ভিজিয়ে দেহ তোমরা কেহ বলতে পারো

কোথায় আছে তার ঠিকানা?

বলতে মানা নাম-ঠিকানা

তবুও আছে অশ্রুভেজা চোখের কাজল

গাল বেয়ে ওই নামছে কি জল উষ্ণ তরল

জলের রেখা পথের ওপর টাপুরটুপুর।

আমি এখন যাচ্ছি একা আর কত দূর।