চুলের ধরন

আম্মু রাখেন চুলগুলোকে
পিঠের ওপর মেলে
আপু আবার কেটে ফেলেন
কাঁধের নিচে এলে
বাবুর মাথায় কদম কাটিং
সবগুলো চুল খাড়া
ঘাড়ের নিচে ঘোড়ার মতো
চুল করেছে তারা
আব্বু করে ত্যাড়া সিঁথি
সোজা করেন কাকু
নানা রাখেন উলটিয়ে চুল
কারণ তিনি টাকু
এক একজনের চুলের ধরন
এক এক রকম হয়
বুদ্ধি করে ন্যাড়া হলাম
দেখি কেমন হয়।

 আনিসা তাবাসসুম
অষ্টম শ্রেণী, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম