মেঘ

শুনেছি মেঘ দূর আকাশে থাকে,

সেখান থেকে তবুও সে যে,

রোজ আমাকে ডাকে।

তার চিঠিটা মিষ্টি হাওয়ায়

আসে আমার কাছে,

তার আভাসে নিত্য কেন

মনটা আমার নাচে।

যদি আমি মেঘের ডাকে

চুপটি করে থাকি,

সুয্যিমামা রাগ করে দেয়

আমায় সেদিন ফাঁকি।

চিন্তা করে কেমন করে

ভাঙবে আমার মান

কেমন করে শুনবে আবার

আমার নতুন গান।

তখন যে তার মনে পড়ে

বৃষ্টি আমার প্রিয়।

এমন করে বৃষ্টি দিয়ে

মান ভাঙিয়ে দিয়ো।

প্রজ্ঞা পারমিতা

একাদশ শ্রেণী, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট