বিস্ময়কর বাদুড়গুহা

সৌন্দর্যে ভরা দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় বাদুড়গুহার দিকে
সৌন্দর্যে ভরা দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় বাদুড়গুহার দিকে

বাংলাদেশের জঙ্গলগুলো যেমন গহিন, তেমনি অনেক দুর্গমও। পাহাড়ঘেরা এমন দুর্গম জঙ্গলগুলোয় লুকিয়ে আছে অসংখ্য বাদুড়গুহা। আজ তোমাদের নিয়ে যাব তেমনই এক গুহায়, বিশাল সে গুহায় বসবাস করে হাজার হাজার বাদুড়! টর্চের আলোয় উল্টো হয়ে ঝুলে থাকা তাদের চকচকে চোখ দেখে শিউরে উঠবে তোমরা। বোঁটকা গন্ধ আর রক্ত হিম করা কিচিরমিচির ছাপিয়ে যখন মাথা-কান-শরীরে শীতল স্পর্শ ছুঁয়ে সাঁই করে উড়ে যায় তখন একনিমেষে মনে পড়ে যায় ছোটবেলায় পড়ে আসা ভ্যাম্পায়ারের গল্পগুলো। সারা দিন গুহার ভেতরে থাকে এই বাদুড়গুলো। সন্ধ্যা হলেই গুহা ছেড়ে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে খাবারের খোঁজে।

আলো পড়তেই জ্বলজ্বল করে উঠল ঝুলে থাকা বাদুড়গুলোর চোখ।
আলো পড়তেই জ্বলজ্বল করে উঠল ঝুলে থাকা বাদুড়গুলোর চোখ।
ছবি: নাহিদ ভূঁইয়া

বাদুড়দের এই গুহাটা অবস্থিত বান্দরবানের রেমাক্রির দুর্গম জঙ্গলে। পাথুরে অলিগলি বাদুড়দের এই গুহাটা অবস্থিত বান্দরবানের রেমাক্রির দুর্গম জঙ্গলে। পাথুরে অলিগলি পেরিয়ে, এক মাথা পানিতে ডুবসাঁতার দিয়ে, শেষে বাঁশের ভেলায় করে গিয়েছিলাম সেই গুহার খোঁজে—সাবধান, এখানে লাইট বন্ধ হলেই সব অন্ধকার।