বই পড়ার দিন

অলংকরণ: নাইমুর রহমান
অলংকরণ: নাইমুর রহমান

ঘরে থেকে আমার সময়টা কাটছে নানা ধরনের বই পড়ে। যেমন রকিব হাসানের ‘কিশোর-মুসা-রবিন’ সিরিজ, মোস্তফা মামুনের লেখা ‘গোয়েন্দা তনু কাকা’ সিরিজ কিংবা হুমায়ূন আহমেদের বই।

গত ৩০ মে আমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এরপর থেকেই এইচএসসির বই পড়া শুরু করেছি। পাশাপাশি চলছে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাস। পাশাপাশি প্রোগ্রামিং শিখছি। আবার সংগীতচর্চা, আবৃত্তিচর্চাও চলছে নিয়মিত। কিআর ফেসবুক পেজে জাহীদ রেজা নূরের উচ্চারণ কর্মশালায় অংশ নিয়েছি। ক্লাসগুলো করে বেশ উপকৃত হয়েছি, বাংলা উচ্চারণ আরও দৃঢ় হয়েছে আমার।

এ সময়ে সে বন্ধুদের কথা খুব মনে পড়ছে, যাদের সঙ্গে আর হয়তো কোনো দিন একসঙ্গে ক্লাস করা হবে না, হবে না গান গাওয়া, মাঠের এক কোণে বসে আড্ডা-খুনসুটি। 

লেখক : এসএসসি পরীক্ষার্থী ২০২০, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা