জামদানি নিয়ে

অঞ্জনসে​র পোশাকে জামদানি মোটিভ
অঞ্জনসে​র পোশাকে জামদানি মোটিভ

চতুর্থবারের মতো জামদানি বিপণন ও প্রদর্শনীর আয়োজন করেছে ফ্যাশন হাউস অঞ্জনস। ১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বনানীর ১১ নম্বর রোডে অঞ্জনসে শুরু হয়েছে এই প্রদর্শনী। উদ্বোধনী দিনে অতিথিদের জন্য জামদানি মোটিফের পোশাক নিয়ে আয়োজন হয় ফ্যাশন শো। অঞ্জনসের শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, ‘বুননের নাম জামদানি। একসময় মসলিনের পরিপূরক হয়ে আমাদের ফ্যাশন ঐতিহ্যে বসতি গেড়ে ছিল জামদানি। আস্তে আস্তে সেটা বাংলার তাঁতিদের সুনিপুণ দক্ষতায় হয়ে ওঠে অভিজাত পোশাক। মূলত জামদানির পৃষ্ঠপোষকতা ও এর মোটিফকে আধুনিক আঙ্গিকে উপস্থাপনের জন্যই আমাদের এই আয়োজন।’

২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই বিপণন ও প্রদর্শনী। এখানে জামদানি শাড়ি ছাড়াও মিলবে বিভিন্ন ধরনের জামদানি মোটিফে তৈরি পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, সালোয়ার-কামিজ, গৃহসজ্জা ও উপহারসামগ্রী। পোশাকে জামদানির মোটিফ তুলে ধরা হয়েছে। জামদানির জনপ্রিয় কাজ বুটা, জালি ও তেছরি মোটিফকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরূহা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।