ছেলে ও মা দুজনেরই পছন্দ শীত ও বর্ষা

মায়ের সঙ্গে তানজীব সারোয়ার। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে তানজীব সারোয়ার। ছবি: খালেদ সরকার

সংগীতশিল্পী তানজীব সারোয়ার। তাঁর মা কামরুননাহার ফারুক, ব্যবসায়ী। তানজীব ও তাঁর মায়ের ভালো লাগা-মন্দ লাগার গল্প থাকছে আজ।

১. প্রিয় রং কোনটি?
তানজীব: কালো।
মা: আমারও কালো রং ভালো লাগে। বিশেষ করে কালো জামদানি।
২. কোন শিল্পীর গান ভালো লাগে?
তানজীব: নুসরাত ফাতেহ্ আলী খান আর শাহ্ আবদুল করিমের গান।
মা: শাহ্ আবদুল করিম আর রুনা লায়লা আমার প্রিয়। তবে এখন ছেলের (তানজীব) গানই বেশি শুনি।
৩. কোন ঘরানার গান বেশি টানে?
তানজীব: কাওয়ালি।
মা: দেহতত্ত্ব আর লোকজ গান।
৪. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে...
তানজীব: অ্যাভাটার।
মা: কলেজে পড়ার সময় সানফ্লাওয়ার অনেকবার দেখেছিলাম।
৫. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?
তানজীব: গ্রাম আমাকে বেশি টানে। সময় পেলেই গ্রামে ঘুরতে যাই।
মা: শ্বশুরবাড়ি ও বাবা-মায়ের বাড়ি গ্রামে। আমার সেখানে যেতেই ভালো লাগে।
৬. রেগে গেলে কী করেন?
তানজীব: আমার বেশি রাগ হয় না। তবে মাঝে মাঝে রেগে গেলে ছাদে গিয়ে একা গান গাই
মা: আমার অনেক রাগ। রাগ হলে ছেলে-মেয়েকে বকা দিই।
৭. বছরের কোন সময়টি বেশি পছন্দ?
তানজীব: শীত ও বর্ষা। তবে এই দুয়ের মধ্যে বলতে গেলে শীতকেই বেশি এগিয়ে রাখব।
মা: আমারও পছন্দ শীত ও বর্ষা।
৮. চা না কফি?
তানজীব: আদা-লেবু দিয়ে চা।
মা: দুধ চায়ের সঙ্গে কফি মিশিয়ে খেতে পছন্দ করি।
৯. পরস্পরের কোন বিষয়টি পছন্দ-অপছন্দ?
তানজীব: আমার মা আমাকে খুব ভালোবাসেন। শত ব্যস্ততার মধ্যেও আমার খেয়াল রাখেন, বিষয়টি খুব পছন্দ। তবে রেগে গেলে বকাবকি করেন, যেটি আমি অপছন্দ করি
মা: তানজীব কখনো মিথ্যা বলে না, খুব শান্ত। এই বিষয়টি আমার খুব পছন্দ। তবে ঠিকমতো খাওয়া-দাওয়া করে না।