হাসি ফিরিয়ে দেওয়ার গল্প

মায়ের কোলে শিশু রাব্বী। বিনা মূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে ঠোঁট ও তালুকাটা হাজারো শিশুর হাসি ফিরিয়ে দিয়েছে লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন। ছবি: ফাউন্ডেশনের সৌজন্যে
মায়ের কোলে শিশু রাব্বী। বিনা মূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে ঠোঁট ও তালুকাটা হাজারো শিশুর হাসি ফিরিয়ে দিয়েছে লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন। ছবি: ফাউন্ডেশনের সৌজন্যে

১১ মাস বয়সের রাব্বী। পুরো নাম আহমদ হোসেন। বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। মা-বাবার প্রথম সন্তান রাব্বী জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা ছিল। কৃষক বাবা ছেলেকে নিয়ে ছিলেন বিব্রত। ছেলেকে পাড়া-প্রতিবেশীর কাছ থেকে লুকিয়ে রাখতেন। তাঁদের ধারণা ছিল, এটা কোনো অভিশাপের ফল। তাঁরা জানতেন না এটি সামান্য একটি অস্ত্রোপচারে ভালো হয়। একদিন খোঁজ পেলেন হাসি ফেরানোর ঠিকানার। রাব্বী এখন সুস্থ।

রাব্বীর ঠান্ডাজনিত কারণে বাবা-মা তাকে একদিন সীতাকুণ্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে এক চিকিৎসকের মাধ্যমে জানতে পারলেন লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনে জন্মগত ঠোঁট ও তালুকাটা রোগীর অস্ত্রোপচার হয় বিনা মূল্যে। যোগাযোগের নম্বর পেলেন। গত ১২ ফেব্রুয়ারি ফাউন্ডেশনের চট্টগ্রাম-খুলশীর চিলড্রেনস হাসপাতালে রাব্বীর ঠোঁটকাটার অস্ত্রোপচার হয়। রাব্বীর বাবা-মা অনেক খুশি।

লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন কৌতুকশিল্পী কমর উদ্দিন আরমান। মানুষের কাছে বিনা মূল্যে অস্ত্রোপচারের এই তথ্য পৌঁছে দেন স্বেচ্ছাসেবকেরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন কৌতুকশিল্পী কমর উদ্দিন আরমান। মানুষের কাছে বিনা মূল্যে অস্ত্রোপচারের এই তথ্য পৌঁছে দেন স্বেচ্ছাসেবকেরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

মনজুরা বেগমের গল্পটাও একই। তিনি জীবনের ৩৪টি বছর পার করেছেন ঠোঁটকাটা সমস্যা নিয়ে। থাকেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরের পূর্ব এলাহাবাদ গ্রামে। জন্মগতভাবে ছিলেন ঠোঁটকাটা। স্বামী রিকশাচালক। এই দম্পতির ঘরে এক ছেলে তিন মেয়ে। এত দিন মনজুরা জানতেন না ছোট্ট অস্ত্রোপচারে সুস্থ হয়ে যাবেন। অবশেষে বিনা মূল্যে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন। গত এপ্রিল মাসে তাঁর অস্ত্রোপচার হয়।

ঠোঁট ও তালুকাটা একটি জন্মগত সমস্যা। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই সমস্যা রয়েছে। আমাদের দেশে প্রতিবছর প্রায় পাঁচ হাজার শিশু এই সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। চিকিৎসাবিজ্ঞান এখনো এই সমস্যাটির সঠিক কারণ নির্ণয় করতে না পারলেও ধারণা করা হয়, গর্ভাবস্থায় মায়েদের শরীরে অপুষ্টি, ভিটামিনের অভাব, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়ামজনিত অভাবে শিশু এই সমস্যা নিয়ে জন্ম নেয়। তবে জন্মগত এ ত্রুটি সারিয়ে তোলা সম্ভব। লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন (এলএমআরএফ) সেই কাজটিই করে যাচ্ছে।

অস্ত্রোপচারের আগের অবস্থায় রাব্বী l ছবি: ফাউন্ডেশনের সৌজন্যে
অস্ত্রোপচারের আগের অবস্থায় রাব্বী l ছবি: ফাউন্ডেশনের সৌজন্যে

এলএমআরএফ একটি বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক ও দাতব্য সংস্থা। সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত গরিব রোগী, যারা জন্মগতভাবে ঠোঁট ও তালুকাটা তাদের বিনা মূল্যে উন্নতমানের ও আধুনিক চিকিৎসাসেবা দেওয়া এই সংস্থার প্রধান লক্ষ্য। সার্জন অধ্যাপক এ জে এম সালেক, ডা. শ্রী প্রকাশ, শিল্পপতি নাদের খান ঠোঁট ও তালুকাটা রোগীদের চিকিৎসার এই কার্যক্রম চট্টগ্রামে শুরু করেন। ২০০১ সালের ১০ জুলাই চট্টগ্রাম সেন্টার পয়েন্ট হাসপাতালে প্রথম সফল অস্ত্রোপচার দিয়ে এর যাত্রা শুরু। পরে ২০০৯ সালের এপ্রিল মাসে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন কমপ্লেক্স ভবনে লায়ন মোখলেছুর রহমান প্লাস্টিক সার্জারি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।

২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়ার দাতা সংস্থা অপারেশন ক্লেফটের সঙ্গে কাজ শুরু করে এই ফাউন্ডেশন। ২০০৮ সাল থেকে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্লেফট চ্যারিটি সংস্থা স্মাইল ট্রেনের সঙ্গে যুক্ত হয় প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত সাড়ে ছয় হাজারের বেশি রোগীকে বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা, হাসপাতালে থাকা-খাওয়া, অস্ত্রোপচারের ওষুধ, যাতায়াত ভাতা ও শিক্ষাসামগ্রী সহায়তা দিয়ে থাকে এলএমআরএফ।
বর্তমানে স্মাইল ট্রেনের আর্থিক সহায়তা, এলএমআরএফের চেয়ারম্যান নাদের খানের উদ্যোগে প্লাস্টিক সার্জারির সার্জন অধ্যাপক ডা. আইয়ুব আলীসহ নিবেদিতপ্রাণ এক দল কর্মীর প্রচেষ্টায় এগিয়ে চলছে প্রতিষ্ঠানটি।

আজকের শিশু আমাদের ভবিষ্যৎ। সঠিক চিকিৎসা না পেলে ঠোঁট ও তালুকাটা শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের ক্ষুদ্র প্রচেষ্টাই পারে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। বৃহৎ জনগোষ্ঠীর এই দেশে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি উদ্যোগে কাজ না করলে এই সমস্যা সমাধান সম্ভব নয়। এ জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
ঠোঁট ও তালুকাটা রোগীদের চিকিৎসার ব্যাপারে জানা যাবে ০১৭৬৬৬৬৭৬৪৫ মুঠোফোন নম্বরে।
লেখক: চিকিৎসক ও নির্বাহী পরিচালক
লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশন, চট্টগ্রাম