মা-মেয়ে দুজনেরই পছন্দ সমুদ্রসৈকত

>জ্যোতি সিনহা, মঞ্চের অভিনেত্রী। মণিপুরি থিয়েটারের হয়ে কহে বীরাঙ্গনা নাটকে একক অভিনয়ে নাট্যামোদী দর্শকের নজর কেড়েছেন। তাঁর মা ভাগ্যবতী সিনহা গৃহিণী। এই মা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা থাকছে আজকের দুই প্রজন্মে।
মায়ের সঙ্গে জ্যোতি সিনহা। ছবি: অধুনা
মায়ের সঙ্গে জ্যোতি সিনহা। ছবি: অধুনা

১. কোন ধরনের খাবার প্রিয়?
জ্যোতি সিনহা: খুদ (মণিপুরি খাবার)।
মা: ক্ষার (মণিপুরি খাবার)।
২. কোথায় ঘুরতে ভালো লাগে?
জ্যোতি সিনহা: সমুদ্রসৈকত। একাধিকার কক্সবাজার সমুদ্রসৈকতে যাওয়া হয়েছে।
মা: সমুদ্রসৈকত।
৩. প্রিয় বই ও লেখক...
জ্যোতি সিনহা: সঞ্চয়িতা ও রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। এ ছাড়া কাহলির জিবরানের কবিতা পড়তে ভালো লাগে।
মা: শঙ্খনীল কারাগার ও হুমায়ূন আহমেদ।
৪. প্রিয় সিনেমা কোনগুলো?
জ্যোতি সিনহা: রোমান হলিডে, সারে জমিন পার, রবনে বানাদে জুরি, ১৯শে এপ্রিল।
মা: সাগরিকা, অন্যায়-অবিচার।
৫. পছন্দের সংগীতশিল্পী...
জ্যোতি সিনহা: সুপ্রতীক দাস, লতা মুঙ্গেশকর, শ্রেয়া ঘোষাল, সনু নিগম, সুবীর নন্দী, লাকি আখান্দ্।
মা: সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়।
৬. যাঁদের অভিনয় ভালো লাগে...
জ্যোতি সিনহা: সুবর্ণা মুস্তফা, তারিন, শমী কায়সার, আসাদুজ্জামান নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম।
মা: সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর।
৭. প্রিয় রং?
জ্যোতি সিনহা: বাসন্তী, বাদামি।
মা: চকলেট, লালচে খয়েরি।
৮. কিসে রেগে যান?
জ্যোতি সিনহা: যখন অন্যায়ভাবে কিছু চাপিয়ে দেওয়া হয়।
মা: মেয়েরা যখন বেশি জ্বালাতন করে।
৯. পরস্পরের ভালো ও মন্দ দিক কোনগুলো?
জ্যোতি সিনহা: মা খুব সাহসী। আমাদের দুষ্টুমি সহ্য করতে পারেন না।
মা: কষ্ট পেলেও প্রকাশ করে না। থিয়েটারের কাজে পরিবারকে ভুলে যায়।
১০. কোন নাটক প্রিয়?
জ্যোতি সিনহা: রতন থিয়াম রূপান্তরিত ও নির্দেশিত হোয়েন উই ডেড অ্যাওয়াকেন।
মা: কহে বীরাঙ্গনা, শ্রীকৃষ্ণকীর্তন, লেইমা।
সাক্ষাৎকার: আকমল হোসেন