শীত সামলান ইচ্ছেমতো

শীত পোশাকে এসেছে বৈচিত্র্য—শীত তো পালাবেই, ফ্যাশনও হবে িঠকঠাক। মডেল: রাজ ম্যানিয়া ও সালমান, পোশাক: জেন্টেল পার্ক, ছবি: কবির হোসেন
শীত পোশাকে এসেছে বৈচিত্র্য—শীত তো পালাবেই, ফ্যাশনও হবে িঠকঠাক। মডেল: রাজ ম্যানিয়া ও সালমান, পোশাক: জেন্টেল পার্ক, ছবি: কবির হোসেন

ইচ্ছেমতো ফ্যাশন, এটাই যেন শীতের এক মজা। হুডি বা সোয়েটারে সহজে সামলে নিতে পারেন শীত। বেড়াতে গিয়েও ফুরফুরে থাকা যায়। হোক সে জঙ্গলে তাঁবুবাস বা রাতের বারবিকিউ—স্মার্ট থাকতে পারেন স্মার্টফোনের ক্যামেরায়।

ছেলেদের শীত পোশাকে গত কয়েক বছরে বৈচিত্র্য এসেছে মোটা দাগেই। ফ্যাশন হাউস ব্যাঙের স্বত্বাধিকারী ও ডিজাইনার সায়েম হাসান বলেন, ছেলেদের জ্যাকেটেই তো কত পরিবর্তন এল। চামড়া, কৃত্রিম চামড়া, রেক্সিন, প্যারাসুট কাপড় ইত্যাদি উপকরণের জ্যাকেট। তাতে এক রং, ছাপা, সেলফ প্রিন্ট (কাপড়ের রঙের ওপর একই রঙে ছাপা) বা এমব্রয়ডারির নকশা করা। জ্যাকেটের সামনের দিক আটকানো বা চেইন দেওয়া ছাড়াও বোতামের ব্যবহার চোখে পড়ে।
শীতে হুডি দেখা যায় পোশাকে। তবে হুডি এবার শুধু শার্ট বা টি-শার্টে আসেনি, সোয়েটারেও দেখা যাচ্ছে। মোটা চেকের মাফলারও বদলে গেছে তরুণদের গলায় এসে। পাতলা একরঙা বা ফুলেল ছাপায় মাফলারের ধরনটা বদলে দিয়েছে দেশি ফ্যাশন হাউসগুলো। বিশ্ব ফ্যাশনে ছেলেদের পোশাকে কচ্ছপ গলার (টার্টেল নেক) চল দেখা যাবে বছরজুড়েই। সেই ধারা দেশি ফ্যাশন হাউসের পোশাকেও দেখা যাচ্ছে।

তরুণদের শীত পোশাকে চাদরের চাহিদাও কম না। শুধু পাঞ্জাবির সঙ্গেই নয়, শার্ট বা টি-শার্টের ওপরে চাদর চাপিয়ে নিচ্ছে ছেলেরা। মোটা সুতি বা খাদির চাদরে একরঙের বদলে নকশা বেশি চলছে। ব্লকপ্রিন্টের নকশা, সুতার নকশা বা ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে চাদরে। নরসিংদী বা টাঙ্গাইলের সুতি কাপড়ের ওপরে দাবার ছক বা আলপনার নকশা ভিন্নতা এনেছে ছেলেদের চাদরে।
চাদর: সাদাকালো, টি-শার্ট: সেইলর

নীল রঙের এই জ্যাকেটে সেলফ প্রিন্ট করা। হাতা, কলার ও নিচের অংশে কালো কাপড়ের মোটা বর্ডার।
পোশাক: সেইলর

মোটা কাপড়ের ফুল হাতা টি-শার্ট দেখতে অনেকটা সোয়েটারের মতো। গলার দিকে আবার উঁচু করে একপাশে জুড়ে দেওয়া হয়েছে চেইন।
ভেতরে রঙিন টি-শার্ট পরে তার ওপর জ্যাকেট পরতে পারেন। সামনের অংশে বোতাম বা চেইন যেটাই থাক, পুরো খুলে না রেখে অর্ধেক আটকে দিন। পোশাক: সেইলর

কৃত্রিম চামড়া বা প্যারাসুট কাপড়ের জ্যাকেট চলছে এবার। বম্বার জ্যাকেট হিসেবে পরিচিতি বেশি। একরঙা বডি ফিট জ্যাকেটের সামনের দিকে চেইন আর চিকন কলার। শীত বেশি মনে হলে মাথা ঢেকে নিতে পারেন টুপি দিয়ে আর হাত চালান করে দিন প্যান্ট বা জ্যাকেটের পকেটে। খাটো ও লম্বা দুই ধরনের উলের টুপিই পরতে দেখা যাচ্ছে। পোশাক: জেন্টেল পার্ক

কচ্ছপ গলার সোয়েটারের সঙ্গে মাথায় উলের টুপি। একরঙা হুডির সঙ্গে থাকা ফিতা দিয়ে মাথা ঢেকে নিতে পারবেন অনায়াসে। সঙ্গে জিনসের প্যান্ট আর বুট জুতা, তাঁবুবাস করতে গিয়েও নিজেকে রাখতে পারেন চলতি ধারার সঙ্গে।

এমন পাতলা মাফলার গলায় পেঁচিয়ে নিতে পারেন আবার স্টাইল করেও পরা যায়। দুই ভাঁজ দিয়ে টাই আকারেও ঝুলিয়ে নিতে পারেন মাফলার। তবে মাফলার পরলে জ্যাকেটের সামনের দিক খোলা রাখলে ভালো দেখাবে। মাফলার: জেন্টেল পার্ক