মায়ের ভালো লাগে চিম্বুক ছেলের সাজেক

মা মাহবুবা নাসরীনের সঙ্গে ছেলে প্রেয়ান মাহিব। ছবি: খালেদ সরকার
মা মাহবুবা নাসরীনের সঙ্গে ছেলে প্রেয়ান মাহিব। ছবি: খালেদ সরকার

অধ্যাপক মাহবুবা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক। তাঁর ছেলে প্রেয়ান মাহিব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। আজ দুই প্রজন্মে থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় বই?

মাহবুবা নাসরীন: অনেক বই-ই প্রিয়। তবে সবচেয়ে ভালো লেগেছে নাইজেরিয়ার লেখক এলেচি আমাদির লেখা অনুবাদ সাহিত্য নিঃসঙ্গ

ছেলে: পাওলো কোয়েলহোর বই পড়তে ভালো লাগে।

২. প্রিয় লেখক কারা?

মাহবুবা নাসরীন: সৈয়দ শামসুল হক, সেলিনা হোসেন, আনিসুল হক।

ছেলে: মুহম্মদ জাফর ইকবাল, পাওলো কোয়েলহো।

৩. পছন্দের সিনেমা...

মাহবুবা নাসরীন: হলে গিয়ে দেখা প্রথম সিনেমা আবির্ভাব। এ ছাড়া পার্পল রোজ অব কায়রো

ছেলে: দ্য ট্রান্সপোর্টার, আয়নাবাজি

৪. প্রিয় অভিনয়শিল্পী কে কে?

মাহবুবা নাসরীন: সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন।

ছেলে: জয়া আহসান।

৫. অবসর কাটে কীভাবে?

মাহবুবা নাসরীন: কাছের মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ছেলের সঙ্গে গল্প করি।

ছেলে: বন্ধুদের সঙ্গে ঘুরে।

৬. পত্রিকায় কী পড়েন?

মাহবুবা নাসরীন: প্রধান প্রধান শিরোনামগুলো পড়ি। এ ছাড়া দুর্যোগ ও নারীবিষয়ক সংবাদ পড়ার চেষ্টা করি।

ছেলে: বাণিজ্যের খবর পড়ি।

৭. ঘুরতে ভালো লাগে কোথায়?

মাহবুবা নাসরীন: বান্দরবানের চিম্বুক পাহাড়।

ছেলে: সাজেক ভ্যালি ও সিলেট।

৮. কোন খেলা ভালো লাগে?

মাহবুবা নাসরীন: আমি ফুটবলের খুব ভক্ত। তবে এখন ভালো লাগে ক্রিকেট।

ছেলে: ক্রিকেট।

৯. প্রিয় খেলোয়াড়?

মাহবুবা নাসরীন: সাকিব আল হাসান।

ছেলে: আমি আবাহনীর ভক্ত হিসেবে কাজী সালাউদ্দিনকে পছন্দ করি।

১০. কাদের গান ভালো লাগে?

মাহবুবা নাসরীন: নীলুফার ইয়াসমীন, সুবীর নন্দী এবং ভারতের পিন্টু ভট্টাচার্য।

ছেলে: চিরকুট এবং অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস।

১১. কোন ধরনের গান ভালো লাগে?

মাহবুবা নাসরীন: বিরহের গান।

ছেলে: আমার কাছে সফট গান ভালো লাগে।

১২. পরস্পরের ভালো-মন্দ দিক?

মাহবুবা নাসরীন: আমার ছেলে খুব সত্যি কথা বলে। আর যত দিন যাচ্ছে আমার সঙ্গে তত কম কথা বলছে।

ছেলে: অনেক বেশি বন্ধুসুলভ। তবে মোবাইল ফোনে পড়াশোনা করলেও সেটা নিয়ে বকা দেয়।

১৩. প্রিয় খাবার...

মাহবুবা নাসরীন: কাঠালের এঁচোড়, দই বড়া।

ছেলে: বারবিকিউ চিকেন।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান