মা-মেয়ে দুজনেরই প্রিয় গলফার সিদ্দিকুর রহমান

মায়ের সঙ্গে গলফার অরণি। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে গলফার অরণি। ছবি: খালেদ সরকার
দেশের প্রথম পেশাদার নারী গলফার অরণি। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের স্ত্রী অরণি একাধারে গলফের কোচও। তাঁর মা গুলনাহার তুহিন। আজ দুই প্রজন্মে থাকছে এই মা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা

১. প্রিয় খাবার
অরণি: উপমহাদেশীয় যেকোনো খাবার ভালো লাগে।
মা: কাচ্চি বিরিয়ানি।

২. প্রিয় বই
অরণি: সায়েন্স ফিকশন ও গলফ-সম্পর্কিত বই।
মা: মুনতাসীর মামুন সম্পাদিত মুক্তিযুদ্ধ কোষ এবং ল্যারি কলিনস ও ডোমিনিক ল্যাপিয়েরের ফ্রিডম অ্যাট মিডনাইট।

৩. কোন সিনেমা প্রিয়?
অরণি: বেবিস ডে আউট ও দঙ্গল।
মা: হাম আপকে হ্যায় কৌন ও সুলতান।

৪. কার খেলা ভালো লাগে?
অরণি: গলফার সিদ্দিকুর রহমান।
মা: গলফার সিদ্দিকুর রহমান ও ক্রিকেটার ওয়াসিম আকরাম।

৫. কোথায় ঘুরতে ভালো লাগে?
অরণি: দেশে-বিদেশে পাহাড় ও সাগরের প্রতি অনেক টান।
মা: সন্তানদের সঙ্গে যেকোনো জায়গা ও তাজমহল।

৬. অবসরে যা করতে ভালো লাগে?
অরণি: বাগান করতে ও রান্না করতে ভালো লাগে।
মা: গান শুনতে ভালো লাগে।

৭. নিজেদের পছন্দ–অপছন্দ?
অরণি: পছন্দ পশুপাখি পুষতে। আর অপছন্দ মানুষরূপী অমানুষ।
মা: পরিবারের সঙ্গে আড্ডা দিতে পছন্দ করি। অসততাকে অপছন্দ করি।

সাক্ষাৎকার: বদিউজ্জামান