শার্টে ফুটেছে ফুল

শার্টে ফুল বিশ্ব ফ্যাশনেও জনপ্রিয় এখন। শার্ট: একস্ট্যাসি
শার্টে ফুল বিশ্ব ফ্যাশনেও জনপ্রিয় এখন। শার্ট: একস্ট্যাসি

ছেলেদের পোশাকে ফুলের নকশা! কয়েক বছর আগেও শুনতে কিছুটা বেমানান লাগত। বিশ্ব ফ্যাশন কিন্তু এখন বদলে গেছে। সেই সঙ্গে বদলে গেছে সাবেকি চিন্তাভাবনাও। ছেলেদের সবধরনের পোশাকেই দেখা যাচ্ছে এখন ফুলের নকশা। কখনো পুরো শার্টে। কখনোবা কোনো কোনা থেকে উঁকি মারছে।

বড় ফুল ও পাতার কাজ থাকবে এবার। মডেল: শুভ ও ইমরান, শার্ট: জেন্টল পার্ক
বড় ফুল ও পাতার কাজ থাকবে এবার। মডেল: শুভ ও ইমরান, শার্ট: জেন্টল পার্ক

প্রথাগতভাবেই নীল রঙের পোশাক বেশি পরেন দেশের ছেলেরা। বাজার ঘুরেও দেখা গেল নীলের প্রাধান্য। নীলের ওপর সাদা কিংবা হালকা নীলের ওপর গাঢ় নীল, এমন সমন্বয়ে তৈরি শার্ট রয়েছে প্রচুর। একটু চাপা রং, যেমন ছাই রঙা শার্টে ছাই রঙা গোলাপ বা সাদা রঙের গোলাপের নকশা চোখে পড়বে। সাদা বা কালোর ওপর অন্যান্য রঙের ফুলও রয়েছে। তবে গরমের কথা মাথায় রেখে হালকা রঙের শার্টেই বেশি বৈচিত্র্য আনা হয়েছে বলে জানালেন ব্যাং-এর চেয়ারম্যান সায়েম হাসান। ঈদের সময়টাতে গরম আর বৃষ্টি—এই দুদিকে খেয়াল রেখে সুতির পাশাপাশি লিনেন–জাতীয় কাপড়ের কিছু শার্ট তৈরি করা হয়েছে। গত বছর শার্টে একটু ছোট ফুলের নকশার চল ছিল, এবার একটু বড় ফুল-পাতার কাজ বেশি চলছে।

ওটুর স্বত্বাধিকারী জাফর ইকবাল বলেন, ফুলেল শার্টে দুই ধরনের কাজ হচ্ছে। একটি ছাপা নকশার, অন্যটি মেশিন এমব্রয়ডারির। তবে গরমের পোশাক হিসেবে সুতি কাপড়ের ওপরেই করা হচ্ছে এগুলো। বিশ্ব ফ্যাশনের সঙ্গে মানানসই নকশায় করা হয়েছে ফুলের নকশার ক্যাজুয়াল শার্ট। বিশ্ব ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে অনেকে সবুজ, হলুদ, এমনকি গোলাপি রঙের পোশাকও পরছেন, জানালেন ডিজাইনাররা। বিশ্ব ফ্যাশনের ধারায় বৈচিত্র্যময় রঙের ব্যবহার দেখা যাচ্ছে। ফ্যাশনসচেতনেরা সেই ধারা গ্রহণও করছেন।

নকশায় বৈচিত্র্য

ফুলই শুধু নয়, পাতার নকশায়ও রয়েছে ভিন্নতা। গোলাপ-জবার আদলে ছাপা ফুল, কিংবা অন্য কোনো বড় আকৃতির ফুলের নকশা পুরো শার্টে। শার্টের কলারেও বৈচিত্র্য রয়েছে। ব্যাং কলার কিংবা ডাবল কলারের শার্ট পাবেন বাজারে।

যাঁরা কিনছেন, যেভাবে পরছেন

জাফর ইকবাল জানালেন, তরুণ যুবক, কিশোর, এমনকি মধ্যবয়সীরাও পরছেন এমন শার্ট। বন্ধুদের আড্ডা, রাতের দাওয়াত কিংবা বাইরে ঘুরতে যাওয়া এমন যেকোনো সময়েই এ ধরনের শার্ট পরা যায়। সাধারণত অফিসে ফরমাল শার্ট পরার রীতি থাকলেও ক্যাজুয়াল পোশাকে কাজ করার চল রয়েছে কোনো কোনো অফিসে। ফুলেল নকশার ক্যাজুয়াল শার্ট মানিয়ে যাবে অফিসে। যেখানে রীতি-নিয়মের বাইরে গিয়ে নিজের আরামের বিষয়টাকে প্রাধান্য দেওয়ার সুযোগ থাকে, সেখানেই পরতে পারেন ফ্লোরাল মোটিফের এসব শার্ট। ফ্লোরাল মোটিফের শার্টের সঙ্গে গ্যাবার্ডিনের প্যান্ট বা স্কিনি জিনস মানাবে। জুতার ক্ষেত্রে বেছে নিতে পারেন লোফার।

বন্ধুদের আড্ডায় মানাবে এই শার্ট। মডেল: রিয়াদ ও রাব্বি, শার্ট: একস্ট্যাসি
বন্ধুদের আড্ডায় মানাবে এই শার্ট। মডেল: রিয়াদ ও রাব্বি, শার্ট: একস্ট্যাসি

কিনতে চাইলে

ফ্যাশনেবল ফ্লোরাল শার্টের জন্য খোঁজ নিতে পারেন ওটু, ব্যাং, এক্সট্যাসি, ফ্রিল্যান্ড, ইয়েলো, মান্ত্রা ক্রিয়েশন বা ইনফিনিটি মেগা মলের শাখাগুলোতে। রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেটসহ অন্যান্য স্থানের বিভিন্ন দোকানে পাবেন এমন ফ্লোরাল মোটিফের শার্ট। হাফ হাতা ও ফুল হাতা দুই ধরনের শার্টেই পাবেন ফুলের নকশা। শার্টের ধরন ভেদে দাম পড়বে ১২৫০-২৮৫০ টাকা।