মাহতিম শাকিবের প্রিয় ব্রাজিল, বাবার জার্মানি

সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী হিসেবে ব্যাপক সাড়া পেয়েছে সংগীতশিল্পী মাহতিম শাকিব রহমান। ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে সে। বাবা আনিসুর রহমান ভয়েস-ফিউশন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক। আজ থাকছে এই বাবা ও ছেলের পছন্দ-অপছন্দের কথা।

বাবার সঙ্গে মাহতিম শাকিব। ছবি: কবির হোসেন
বাবার সঙ্গে মাহতিম শাকিব। ছবি: কবির হোসেন

১. প্রিয় শিল্পী?
মাহতিম শাকিব: ওস্তাদ গোলাম আলী, অরিজিৎ সিংসহ অনেকে।
বাবা: মান্না দে।

২. কোন ধরনের গান শুনতে ভালো লাগে?
মাহতিম শাকিব: পুরোনো দিনের গান।
বাবা: আধুনিক বাংলা গান।

৩. কোন ধরনের বাদ্যযন্ত্র শুনতে ভালো লাগে?
মাহতিম শাকিব: হারমোনিয়াম ও পিয়ানো।
বাবা: হারমোনিয়াম।

৪. বিশ্বকাপে প্রিয় দল?
মাহতিম শাকিব: ব্রাজিল।
বাবা: জার্মানি।

৫. কাদের অভিনয় ভালো লাগে?
মাহতিম শাকিব: হুমায়ুন ফরীদি, এ টি এম শামসুজ্জামান।
বাবা: চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম।

৬. পছন্দের সিনেমা?
মাহতিম শাকিব: কালো গোলাপ।
বাবা: টেলিভিশন।

৭. কোথায় ঘুরতে ভালো লাগে?
মাহতিম শাকিব: নদী ও সমুদ্রের কাছে।
বাবা: দেশের সব জায়গাতেই ঘুরতে ভালো লাগে।

৮. প্রিয় পোশাক?
মাহতিম শাকিব: পোলো শার্ট ও টি-শার্ট।
বাবা: টি-শার্ট।

৯. টিভিতে কী দেখেন?
মাহতিম শাকিব: টক শো ও খেলা।
বাবা: খেলা।

১০. কার হাতের রান্না খেতে ভালো লাগে?
মাহতিম শাকিব: মায়ের।
বাবা: মায়ের।

১১. প্রিয় লেখক?
মাহতিম শাকিব: সমরেশ মজুমদার।
বাবা: হুমায়ূন আহমেদ।

১২. পরস্পরের পছন্দ-অপছন্দের দিক?
মাহতিম শাকিব: মাঝেমধ্যে আমার ওপর রাগ করেন। আর কোনো খারাপ দিক নেই।
বাবা: রুটিনমতো চলে না। নিয়মিত পড়ে না। তবে আমার কাছে কোনো চাহিদা নেই।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান