জাওয়াদের প্রিয় লেখক জর্জ আর আর মার্টিন মায়ের বুদ্ধদেব গুহ

মায়ের সঙ্গে জাওয়াদ। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে জাওয়াদ। ছবি: খালেদ সরকার
>রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) দেশের পক্ষে প্রথম সোনার পদক জিতেছেন আহমেদ জাওয়াদ চৌধুরী। তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তাঁর মা সৈয়দা ফারজানা খানম গৃহিণী। আজ থাকছে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা

 

১. প্রিয় খাবার?
আহমেদ জাওয়াদ চৌধুরী: মায়ের হাতের যেকোনো রান্না।
মা: বাঙালি খাবার।
২. কোন বিষয় পড়তে ভালো লাগে?
আহমেদ জাওয়াদ চৌধুরী: সব বিষয়ই।
মা: বাংলা সাহিত্য।
৩. প্রিয় পোশাক?
আহমেদ জাওয়াদ চৌধুরী: শার্ট-প্যান্ট।
মা: সালোয়ার-কামিজ।
৪. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?
আহমেদ জাওয়াদ চৌধুরী: যেকোনো নতুন জায়গা ঘুরতে ভালো লাগে।
মা: পাহাড়ে।
৫. অবসরে কী করেন?
আহমেদ জাওয়াদ চৌধুরী: বই পড়ি, গেমস খেলি এবং ইন্টারনেটে নতুন কিছু খোঁজার চেষ্টা করি।
মা: বই পড়ি, ইবাদত করি এবং আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করি।
৬. প্রিয় লেখক?
আহমেদ জাওয়াদ চৌধুরী: জর্জ আর আর মার্টিন।
মা: বুদ্ধদেব গুহ।
৭. প্রিয় অভিনেতা?
আহমেদ জাওয়াদ চৌধুরী: হলিউডের বেনেডিক্ট কাম্বারব্যাচ।
মা: সুবর্ণা মুস্তাফা, চঞ্চল চৌধুরী।
৮. প্রিয় সিনেমা?
আহমেদ জাওয়াদ চৌধুরী: ওয়াল-ই।
মা: আয়নাবাজি, ডুব।
৯. প্রিয় রং?
আহমেদ জাওয়াদ চৌধুরী: বেগুনি।
মা: সাদা-কালো, নীল।
১০. পরস্পরের ভালো-মন্দ দিক?
আহমেদ জাওয়াদ চৌধুরী: আমার যেকোনো কথা সহজে বুঝতে পারে। মতের মিল না হওয়ায় মাঝে মাঝে সামান্য রাগারাগি হয়।
মা: খুবই লক্ষ্মী ছেলে, কম কথা বলে, মানুষের সঙ্গে কম মিশে।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান