চিত্রলেখা গুহের পছন্দ 'চিত্রা নদীর পাড়ে', মেয়ের 'হীরক রাজার দেশে'

মেয়ে অর্ণিশা গুহের সঙ্গে চিত্রলেখা গুহ। ছবি: খালেদ সরকার
মেয়ে অর্ণিশা গুহের সঙ্গে চিত্রলেখা গুহ। ছবি: খালেদ সরকার
>অভিনেত্রী চিত্রলেখা গুহ। তাঁর মেয়ে অর্ণিশা গুহ কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় হিসাববিজ্ঞানে স্নাতক শ্রেণিতে পড়ছেন। আজ থাকছে মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় অভিনয়শিল্পী?
চিত্রলেখা গুহ: এ তালিকা তো অনেক দীর্ঘ। সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর, শাবানা আজমি, নাজমা আনোয়ার, সুবর্ণা মুস্তাফা, আবুল হায়াত, আনিসুর রহমান মিলন।
মেয়ে: মা-ই আমার প্রিয় অভিনয়শিল্পী। এ ছাড়া জেনিফার লরেন্স, লিওনার্দো ডি ক্যাপ্রিও, বেনেডিক্ট কাম্বারব্যাচ ও আফরান নিশো পছন্দের।

২. পছন্দের সিনেমা?
চিত্রলেখা গুহ: চিত্রা নদীর পাড়ে, অপরাজিতা, বাইসাইকেল থিফ
মেয়ে: ইনসেপশন, হীরক রাজার দেশে

৩. প্রিয় সংগীতশিল্পী?
চিত্রলেখা গুহ: মান্না দে, সুবীর নন্দী, সন্ধ্যা মুখোপাধ্যায়, অরিজিৎ সিং, কৌশিকী চক্রবর্তী।
মেয়ে: অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল।

৪. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?
চিত্রলেখা গুহ: পাহাড়-সমুদ্র দুটোই ভালো লাগে। প্রকৃতির কাছাকাছি গিয়ে ঘুরতে ভালো লাগে।
মেয়ে: সমুদ্র।

 ৫. প্রিয় পোশাক?
চিত্রলেখা গুহ: বাংলাদেশের জামদানি, তাঁতের শাড়ি।
মেয়ে: আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। এ ছাড়া জিনস আর টপ পরা হয়।

 ৬. প্রিয় খাবার?
চিত্রলেখা গুহ: আমি সবকিছুই খেতে পারি। তবে দেশীয় ও চীনা খাবার খেতে বেশি ভালো লাগে। এ ছাড়া খাসির মাংসের কথা আলাদা করে বলতেই হয়!
মেয়ে: বিরিয়ানি আর ক্ষীরের সন্দেশ।

৭. কোন খেলা পছন্দ করেন?
চিত্রলেখা গুহ: ক্রিকেট।
মেয়ে: ক্রিকেট, ফুটবল—দুটোই।

৮. প্রিয় খেলোয়াড়?
চিত্রলেখা গুহ: তামিম ইকবাল।
মেয়ে: সাকিব আল হাসান।

৯. অবসরে কাটে যেভাবে—
চিত্রলেখা গুহ: গান শুনি, বই পড়ি, রান্না করি আর ইদানীং মেডিকেলবিষয়ক জার্নাল পড়ি, ইউটিউবে বিভিন্ন অনুষ্ঠান দেখি।
মেয়ে: সিনেমা দেখি। আর এখন তো দেশের বাইরে থাকি, তাই সময় পেলেই মা–বাবার সঙ্গে কথা বলি।

১০. প্রিয় সময়?
চিত্রলেখা গুহ: পরিবারের সঙ্গে যতক্ষণ থাকি, সেই সময়টাই আমার কাছে প্রিয়।
মেয়ে: পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে।

১১. ঢাকার কী ভালো?
চিত্রলেখা গুহ: সবকিছুই ভালো।
মেয়ে: ঢাকার রাতটা ভালো লাগে।

১২. প্রিয় রং?
চিত্রলেখা গুহ: রংটা সময়ের সঙ্গে সঙ্গে বদলায়। কখনো হলুদ, কখনো লাল, আবার সাদাও ভালো লাগে।
মেয়ে: নীল।

১৩. প্রিয় ফুল?
চিত্রলেখা গুহ: বেলি।
মেয়ে: সাদা-হলুদ গোলাপ।

১৪. পরস্পরের পছন্দ-অপছন্দ?
চিত্রলেখা গুহ: আমার মেয়ে খুবই বুদ্ধিমতী। কিছু করার আগে ভেবেচিন্তে করে। নাচে খুবই ভালো। কিন্তু নাচটা এখন নিয়মিত করে না। খাবারটা খুবই অনিয়মিত খায়।
মেয়ে: মা কিছু বলার আগে বুঝে যায়। খুবই বন্ধুসুলভ। আমাদের নিয়ে অনেক টেনশন করে।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান