আপনি বন্ধু হিসেবে কেমন?

বন্ধুত্বে আন্তরিকতাই বড় কথা। ছবি: অধুনা
বন্ধুত্বে আন্তরিকতাই বড় কথা। ছবি: অধুনা

আপনি কি মনে করেন আপনার বন্ধুরা খুব ভালো? তাঁদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করেন? আপনি বন্ধু হিসেবে কেমন, এমনকি আপনার বন্ধুরা বন্ধু হিসেবে কেমন, তা মিলিয়ে নিন। 

১. কখনো ভুল পরিস্থিতিতে পড়েছেন?

ক. হ্যাঁ

খ. না

২. আপনি কি বড় দল পছন্দ করেন?

ক. হ্যাঁ

খ. না

৩. কখন একাকিত্ব বোধ করেন?

ক. যখন একা থাকি

খ. যখন বড় দলের মধ্যে থাকি

৪. আপনি যদি আপনার বন্ধুর সঙ্গী সম্পর্কে নেতিবাচক কোনো গোপন কথা জেনে নেন, কী করবেন তখন?

ক. সবার আগে বন্ধুকে এমনভাবে বলব, যাতে সে মন খারাপ না করে।

খ. অন্য বন্ধুদের বলে বেড়াব

গ. কিছুই করব না

৫. সারাক্ষণ মানুষের সান্নিধ্য পছন্দ করেন?

ক. হ্যাঁ

খ. না

৬. আপনার বন্ধু অসুস্থ হলে কী করেন?

ক. সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করি

খ. কিছুই করি না

৭. আপনি কি বন্ধুর সমস্যা দেখলে তাঁকে এড়িয়ে চলেন?

ক. হ্যাঁ

খ. না

৮. আপনি কি নানা বিষয়ে বন্ধুদের সারাক্ষণ প্রশ্ন করতে থাকেন?

ক. হ্যাঁ

খ. না

৯. যখন কারও কোনো উপকার করেন, বিনিময়ে কি উপকার প্রত্যাশা করেন?

ক. অবশ্যই

খ. কখনোই না

গ. উপকার করি না

১০. যখন কোনো বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, সে সময় নাশতার দায়িত্ব আপনাকে দেওয়া হলে কী নেবেন?

ক. বন্ধুদের পছন্দের খাবার নেব

খ. নানা বৈচিত্র্যের খাবার

গ. শুধু চিপস

১১. আপনার ঘুরতে যাওয়ার টাকা কি বন্ধুরা দেবে?

ক. না

খ. যদি তাঁরা আমাকে কিছু দিতে দেয়

গ. অবশ্যই

১২. আপনি কি অন্যদের ঘোরার টাকা দেবেন?

ক. হ্যাঁ

খ. না

১৩. উপহার পেতে পছন্দ করেন?

ক. হ্যাঁ

খ. যখন আমিও তাঁদের দিই

গ. না

১৪. অন্যদের কষ্টের কথা শুনতে পছন্দ করেন?

ক. হ্যাঁ

খ. না

১৫. নতুন মানুষদের সঙ্গে ঘুরতে ভালোবাসেন?

ক. হ্যাঁ

খ. না

১৬. বাড়িতে ছুটিতে থাকার সময় কোন কাজ করতে পছন্দ করেন?

ক. বন্ধুদের সঙ্গে দেখা করা

খ. বন্ধুদের জন্য উপহার কেনা

গ. উপহার পাওয়া

ঘ. কিছুই না

১৭. নিজেকে প্যাশনেট ব্যক্তি মনে করেন?

ক. হ্যাঁ

খ. না

১৮. কখনো কখনো নিজেকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেন?

ক. হ্যাঁ

খ. না

১৯. আপনি কি মনে করেন, যখন অসুস্থ হবেন বা বন্ধুদের প্রয়োজন, তখন তাঁরা পাশে থাকবেন?

ক. আমি জানি তাঁরা করবেন

খ. মনে হয় না

গ. সন্দেহ আছে

২০. আপনার বন্ধু যদি গ্রাম থেকে আপনার বাড়িতে বেড়াতে আসে, কী করবেন?

ক. পরিকল্পনা করবেন তাঁর সঙ্গে কীভাবে সময় কাটাবেন

খ. ফোন ধরব না

গ. কথা বলব না

২১. নিজেকে নিষ্ঠাবান মনে করেন?

ক. হ্যাঁ

খ. সব সময় না

গ. আমি জানি না

২২. কখনো কাউকে কষ্ট দিয়েছেন?

ক. হ্যাঁ

খ. না

২৩. বন্ধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, কী করবেন?

ক. সাহায্য করব

খ. করব না

গ. জিজ্ঞাসা করব, কোনো দরকার আছে কি না

২৪. আপনি কি কঠিন মনের নাকি নরম মনের?

ক. নরম মন

খ. কঠিন মন

২৫. যখন কেউ আমাকে ছেড়ে চলে যায়, আপনার কি মন খারাপ হয়?

ক. হ্যাঁ

খ. সব সময় না

গ. না

২৬. একা থাকতে অপছন্দ করেন?

ক. হ্যাঁ

খ. না

গ. না, আমি একা থাকতে ভালোবাসি 

মিলিয়ে নিন

যদি ২০টির বেশি প্রশ্নের উত্তর ‘ক’ হয়, তাহলে আপনি বন্ধু হিসেবে সেরা, আপনার বন্ধুরাও সেরা। পরস্পরই সৌভাগ্যবান।

যদি ১২টি প্রশ্নের উত্তর ‘ক’ হয়, তাহলে বন্ধুত্ব নিয়ে ভাবার দরকার আছে। পরস্পরের দিক থেকে আরেকটু সম্পর্ক দৃঢ় করতে হবে।

যদি বেশির ভাগ উত্তর ‘খ’ হয়, তাহলে আপনি ও আপনার সঙ্গে যাঁরা বন্ধুত্ব করেছেন, তাঁরা কেউই প্রকৃত বন্ধু নন। 

গ্রন্থনা: তৌহিদা শিরোপা

সূত্র: বাজফিড