ওদের জন্য ঈদ পোশাক

ঢিলেঢালা পোশাকে আরাম পাবে শিশুরা। মডেল: ঋষি, টুইটি ও তোড়া, পোশাক: শৈশব ও রঙ বাংলাদেশ, ছবি: সুমন ইউসুফ
ঢিলেঢালা পোশাকে আরাম পাবে শিশুরা। মডেল: ঋষি, টুইটি ও তোড়া, পোশাক: শৈশব ও রঙ বাংলাদেশ, ছবি: সুমন ইউসুফ

যার কাছে ঈদ মানে নতুন পোশাক, তার জন্য আলাদা বাজেট তো লাগবেই। শিশুদের খুশি রাখতে আগেভাগেই বাজারে এসেছে নতুন পোশাক। আবহাওয়ায় এখন গুমোট, গরম। তাই পাতলা আর আরামের পোশাক বেছে নিতে হবে শিশুদের জন্য।

বরাবরের মতো এবারও শিশুদের পোশাকে ঋতু বুঝে নকশা করেছেন ডিজাইনাররা। বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে সুতি ও লিনেনের পোশাক। আবার জমকালো পোশাকগুলোর ভেতরেও থাকছে সুতির আস্তর।

রঙিন পোশাকে ঈদের আনন্দ
রঙিন পোশাকে ঈদের আনন্দ

শিশু পোশাকের ফ্যাশন হাউস শৈশবের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাকিব চৌধুরী জানালেন, শিশুদের জন্য ঈদের পোশাক দোকানে পৌঁছে গেছে। আবহাওয়ার কথা মাথায় রেখেই আরামদায়ক পোশাক তৈরি করা হয়েছে। শুধু ঈদ নয়, ঈদের পরপর বিয়েসহ নানা ধরনের অনুষ্ঠান থাকে। সে জন্য অনেকে একবারেই কেনাকাটার কাজটা সেরে নেন। তাই তেমন অনুষ্ঠানের কথা চিন্তা করেও কিছু পোশাকের নকশা করা হয়েছে।

রঙিন পোশাকে ঈদের আনন্দ
রঙিন পোশাকে ঈদের আনন্দ

ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, টি-শার্ট, হাফ হাতার শার্ট, ফুল হাতা শার্ট, নরম হাফপ্যান্ট, ফুল প্যান্ট, ফতুয়া ইত্যাদি। মেয়ে শিশুদের জন্য ফ্রক, স্কার্ট, নানা রকম টপ, থ্রিপিস, কামিজ ইত্যাদি। মেয়েদের জন্য শাড়িও এনেছে কিছু দোকান।

মডেল: উজান
মডেল: উজান

নকশায় জাঁকালো ভাবটা এবার ফুটে উঠেছে ফ্রিল আর ফ্লেয়ারে। শিশুদের পোশাক দেখতে গিয়ে এমনটাই দেখা গেল। শাড়ির পাড়, স্কার্টের ধার, কামিজের কিনারে ঝালর শিশুদের পোশাকে চলছে এখন। ছেলেদের গেঞ্জির কাপড়ও যেন বেশ আরামদায়ক হয়, সেদিকে খেয়াল রেখে কিনতে পারেন। সুতির শার্টে কলার হচ্ছে ভিন্ন নকশার। ছোটদের পোশাকে ব্লকপ্রিন্ট ও লেইসের নকশাও দেখা যাচ্ছে।

ফ্যাশন ডিজাইনাররা জানাচ্ছেন, শিশুদের জন্য হালকা রঙের পোশাক আরামদায়ক। তবে গাঢ় লাল ও নীল রংও দেখা যাচ্ছে।