শুভ্র দেবের পছন্দ তবলা, ছেলের পিয়ানো

ছেলের সঙ্গে শুভ্র দেব। ছবি: খালেদ সরকার
ছেলের সঙ্গে শুভ্র দেব। ছবি: খালেদ সরকার
সংগীতশিল্পী শুভ্র দেব। তাঁর ছেলে শ্রেয়ান দেব, ঢাকার সানবিমস স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। আজ থাকছে এই দুই প্রজন্মের কথা।

১. প্রিয় শিল্পী?

শুভ্র দেব: নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

ছেলে: বাবা।

২. কোন ধরনের গান শুনতে ভালো লাগে?

শুভ্র দেব: আধুনিক ও পুরোনো দিনের গান ভালো লাগে।

ছেলে: বাবার সব গান ভালো লাগে। বিশেষ করে বাবার গাওয়া ‘এ মন আমার পাথর তো নয়’ শুনতে ভালো লাগে।

৩. প্রিয় বাদ্যযন্ত্র?

শুভ্র দেব: তবলা।

ছেলে: পিয়ানো।

৪. প্রিয় সিনেমা?

শুভ্র দেব: গডফাদার

ছেলে: টয় স্টোরি

৫. কার অভিনয় ভালো লাগে?

শুভ্র দেব: রাজ্জাক, অমিতাভ বচ্চন ও অ্যাল পাসিনোর।

ছেলে: ড্যানিয়েল র‍্যাডক্লিফ।

৬. অবসরে কী করেন?

শুভ্র দেব: মাছ ধরি।

ছেলে: খেলাধুলা করি।

৭. ঘুরতে ভালো লাগে কোথায়?

শুভ্র দেব: ইন্দোনেশিয়ার বালি ও যুক্তরাষ্ট্র।

ছেলে: যুক্তরাষ্ট্র ও দুবাই।

৮. প্রিয় রং?

শুভ্র দেব: নীল।

ছেলে: লাল।

৯. কোন পোশাক পরতে ভালো লাগে?

শুভ্র দেব: পাঞ্জাবি-পায়জামা, তবে কনসার্টে ব্লেজার।

ছেলে: শার্ট।

১০. কী খেতে ভালো লাগে?

শুভ্র দেব: আমার বাঙালি খাবার ভালো লাগে। বিশেষ করে মাছ–ভাত।

ছেলে: ভাত, ডাল আর ইলিশ মাছ।

১১. কার হাতের রান্না ভালো লাগে?

শুভ্র দেব: আগে মায়ের, এখন আমার স্ত্রীর হাতের রান্না ভালো লাগে।

ছেলে: আমার মায়ের হাতের রান্না।

১২. প্রিয় খেলা?

শুভ্র দেব: ক্রিকেট।

ছেলে: ফুটবল।

১৩. প্রিয় খেলোয়াড়?

শুভ্র দেব: শচীন টেন্ডুলকার।

ছেলে: ক্রিস্টিয়ানো রোনালদো।

সাক্ষাৎকার: তারিকুর রহমান খান