শুরু হোক বন্ধুত্ব, শুরু হোক পথচলা…

শিশুদের সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা সব মা-বাবার কাম্য। সেই সঙ্গে তারা যাতে একজন ভালো মানুষ হতে পারে, সেদিকেও লক্ষ রাখতে হবে। বন্ধুদের সঙ্গে আড্ডা ও খেলাধুলা শিশুদের মানসিক ও দৈহিক বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন নতুন খেলায় হয়তো দাগ লাগিয়ে তারা জামাকাপড় নষ্ট করে ফেলে। এতে মা-বাবা অতি যত্নশীল হয়ে মাঝেমধ্যে সন্তানদের এসব দুরন্তপনায় বাধা দিয়ে থাকেন। তাঁরা মনে করেন, ধুলো-বালি, ময়লা থেকে সন্তানদের নানান অসুখ হতে পারে। তাই তাদের তাঁরা আগলে রাখতে চান। তাঁরা এটা বুঝতে পারেন না, এই দাগ, ধুলো-ময়লা তাদের প্রতিদিন নতুন চেষ্টা ও নতুন কিছু শেখার একটি প্রমাণ। বাচ্চারা ভালো কিছু শিখতে গিয়ে কাপড়ে দাগ লাগাবে, এটাই স্বাভাবিক। তাই মা-বাবার উচিত সন্তানদের অনুপ্রেরণা দেওয়া, বাধা নয়। আর সার্ফ এক্সেল তো আছেই কঠিন দাগ দূর করতে! আর সন্তানদের বেড়ে ওঠায় থাকুক শুধু অনুপ্রেরণা।

সেই সঙ্গে শুরু হোক বন্ধুত্ব, শুরু হোক পথচলা…
দাগের কোনো ভয় ছাড়া।