আমড়া নাকি জাম্বুরা

আমড়া ও জাম্বুরা এ সময়ে বাজারে দেখা যাচ্ছে। টক-মিষ্টি স্বাদ পেতে আগ্রহী হয়ে ওঠে সব বয়সের মানুষ

বারডেম জেনারেল হাসপাতালের সাবেক প্রধান পুষ্টিবিদ আখতারুন্নাহার বলেন, আমড়া, জাম্বুরা দুটোরই অনেক উপকারিতা। ভিটামিন সি বেশি থাকায় দুটো ফলই শরীরের জন্য বেশ ভালো। প্রতিদিন অন্তত এর একটি ফল খেতে পারেন। ফল দুটি মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা কমায়।

আমড়া
আমড়া

আমড়া
ফলটি সহজলভ্য, খেতে সুস্বাদু। কাঁচা আমড়াই খেতে ভালো। লবণ-মরিচ গুঁড়া মেখে ফলটি বেশি খাওয়া হয়। আচার, চাটনি, ভর্তা, ডালের মধ্যে দিয়েও আমড়া খাওয়া যায়।

কেন খাবেন
*প্রয়োজনীয় খাদ্য উপাদানসমৃদ্ধ আমড়া রক্তের ক্ষতিকর কোলস্টেরলের মাত্রা কমায়। ফলে স্ট্রোক ও হৃদ্‌রোগের ঝুঁকি হ্রাস পায়।
*প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় মাড়ি ও দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধে কাজ করে।
*ফলটিতে প্রচুর আঁশ থাকায় বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।
*এর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

*আমড়া খেলে অরুচি দূর হয়ে যায়, ক্ষুধা বাড়ে।

*ত্বক, নখ, চুল সুন্দর করে।

জাম্বুরা
জাম্বুরা

জাম্বুরা
জাম্বুরার টক-মিষ্টি স্বাদ ছোট-বড় সবাইকে আকর্ষণ করে। রসে ভরপুর এই ফলটির ভর্তা সবাই পছন্দ করে। ফলটি খেতে যেমন সুস্বাদু, তেমনি রয়েছে এর পুষ্টিগুণ।

কেন খাবেন
*জাম্বুরায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
*এর অ্যান্টিঅক্সিডেন্ট দেহে ক্যানসারের জীবাণু প্রতিহত করে।
*ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাম্বুরার রস সাহায্য করে।
*জাম্বুরায় থাকা ভিটামিন সি ও বি হাড়, দাঁত, ত্বক, চুলে পুষ্টি জোগায়।
*রক্তনালির সংকোচন-প্রসারণ ক্ষমতা বাড়ায়। ওজন কমাতে সাহায্য করে।