মা-মেয়ে দুজনেরই প্রিয় রুনা লায়লা

মায়ের সঙ্গে অধরা খান। ছবি: কবির হোসেন
মায়ের সঙ্গে অধরা খান। ছবি: কবির হোসেন
১৯ অক্টোবর নায়ক ছবিটি মুক্তির মধ্য দিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয়েছে অধরা খানের। ২৬ অক্টোবর মাতাল নামে আরেকটি ছবি মুক্তি পাবে। মা মোসাম্মৎ রেণু, গৃহিণী। দুই প্রজন্মে আজ থাকছে এই মা ও মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

১. পছন্দের খাবার?

অধরা: ভাত, ভর্তা, সবজি ও বিভিন্ন ধরনের ছোট মাছ।
মা: গরুর মাংস।
২. প্রিয় সিনেমা?
অধরা খান: বাংলাদেশের গোলাপী এখন ট্রেনে, বিরাজ বউ ও পদ্মা নদীর মাঝি এবং ভারতের রং দে বাসন্তী ও রাজা হিন্দুস্তানি।
মা: অবুঝ মন, আলোর মিছিল ও নয়ন মনি।
৩. প্রিয় অভিনয়শিল্পী কারা?
অধরা খান: শাবানা, ববিতা, মৌসুমী, শাবনূর, পপি ও পূর্ণিমা।
মা: রাজ্জাক, জসীম, শাবানা ও আলমগীর।
৪. কাদের গান ভালো লাগে?
অধরা খান: রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, সুবীর নন্দী, আইয়ুব বাচ্চু ও জেমস।
মা: রুনা লায়লা, কনকচাঁপা, সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী।
৫. প্রিয় রং?
অধরা খান: সাদা।
মা: লাল ও গোলাপি।
৬. প্রিয় বাদ্যযন্ত্র?
অধরা খান: তানপুরা ও বেহালা।
মা: বাঁশের বাঁশি।
৭. প্রিয় ঋতু?
অধরা খান: শরৎ ও হেমন্ত।
মা: হেমন্ত।
৮. একে অপরের প্রতি ভালো লাগা-মন্দ লাগা?
অধরা খান: মায়ের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুর মতো। এটি ভালো লাগে। আবার অল্পতেই রেগে যান মা। এটি খারাপ লাগে।
মা: অধরার হাসি আমার পছন্দ। যেকোনো বিষয়ে বেশি রেগে যায়, এটা অপছন্দ।

সাক্ষাৎকার: শফিক আল মামুন