মানসিক স্বাস্থ্য নিয়ে ব্র্যাকের সেমিনার

সবার জন্য মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ ও সম্পদের যথাযথ সমন্বয় দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। গতকাল সোমবার সাভারে ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি) আয়োজিত ‘লেটস টক অ্যান্ড লিসেন’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন বিশেষজ্ঞরা। সেমিনারে দেশ ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নেন। সেমিনারে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সফল মডেলগুলো নিয়ে আলোচনা করা হয়। ব্র্যাকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে কয়েকটি সেশনে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে তুলে ধরেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মধ্যে নিশাত এফ রহমান, নাহামা ব্রোনার, মোহাম্মদ আবুল কালাম, হেলাল উদ্দিন আহমেদ, জেনা হামাদানি, লিলিয়ান ম্যাফোল, অ্যানি গ্লোনিক্সি, এরাম মরিয়ম বিভিন্ন সেশনে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। নাজুক পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যের বিকল্প পদ্ধতি নিয়ে প্রথম শেসনে আলোচনা হয়। ওই সেশনে রোহিঙ্গাদের নিয়ে কাজ করা ব্র্যাক ও বিআইইডি উদ্ভাবিত চার স্তরের বিশেষ মডেল পদ্ধতি নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় সেশনে মা ও শিশুর মানসিক স্বাস্থ্যের বিষয়টি উঠে আসে। তৃতীয় সেশনে ছিল শিশুদের মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টি নিয়ে। বাংলাদেশ, উগান্ডা ও তানজানিয়ার বিশেষজ্ঞরা তাঁদের মতামত জানান। চতুর্থ সেশনে কিশোরদের মানসিক সুস্থতার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।