শীত পোশাকে বাজার গরম

কুল ডাই (একই পোশাকে এক রঙের দুই শেড) করা হুডির কাপড়ে ব্যবহার করা হয়েছে নিট ডেনিম। পাশের খুদে ডটপ্রিন্টের এই জ্যাকেট দেখতে শার্টের মতো। ব্যান্ড কলারের জ্যাকেটের সামনের চেইন এনেছে বৈচিত্র্য।  জ্যাকেট: ব্যাঙ, মডেল নীল ও মুদ্দাসির। ছবি: সুমন ইউসুফ
কুল ডাই (একই পোশাকে এক রঙের দুই শেড) করা হুডির কাপড়ে ব্যবহার করা হয়েছে নিট ডেনিম। পাশের খুদে ডটপ্রিন্টের এই জ্যাকেট দেখতে শার্টের মতো। ব্যান্ড কলারের জ্যাকেটের সামনের চেইন এনেছে বৈচিত্র্য। জ্যাকেট: ব্যাঙ, মডেল নীল ও মুদ্দাসির। ছবি: সুমন ইউসুফ

শীত মানেই তো ইচ্ছেমতো ফ্যাশন করা, ফ্যাশনেবল পোশাক পরা। শীত আসি আসি করছে, তাই শীত পোশাকের বাজার এখন গরম।
আন্তর্জাতিক ধারা মেনে এ দেশেও শীতে এবার ছেলেদের পোশাক হিসেবে শীর্ষে থাকবে বম্বার জ্যাকেট। পাশপাশি আছে নানা রকমের হুডি। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও নানা কিছু। চামড়া, রেক্সিন, সুতি, উলের কাপড় দিয়ে তৈরি এসব পোশাক এরই মধ্যে আসতে শুরু করেছে বাজারে। তারই এক ঝলক দেখে নেওয়া যাক।

সোয়েটার এখনো জনপ্রিয়। তবে বদলে গেছে তার ধরন। সোয়েটারের আঁটসাঁট গলায় বদল এনেছে হুডি। দেখতেও লাগছে স্মার্ট।

সোয়েটার এখনো জনপ্রিয়। তবে বদলে গেছে তার ধরন। সোয়েটারের আঁটসাঁট গলায় বদল এনেছে হুডি। দেখতেও লাগছে স্মার্ট।
সোয়েটার এখনো জনপ্রিয়। তবে বদলে গেছে তার ধরন। সোয়েটারের আঁটসাঁট গলায় বদল এনেছে হুডি। দেখতেও লাগছে স্মার্ট।

ফুলেল নকশায় তৈরি বম্বার জ্যাকেট, তার সঙ্গে চেকের প্যান্ট। এটাই এই শীতের হটকেক। আবার আগাগোড়া চেকের জ্যাকেটও এসেছে বাজারে। তার সঙ্গে ট্রাউজার হতে পারে এক রঙা। জ্যাকেট ও প্যান্ট: ওটু

কুল ডাই (একই পোশাকে এক রঙের দুই শেড) করা হুডির কাপড়ে ব্যবহার করা হয়েছে নিট ডেনিম। পাশের খুদে ডটপ্রিন্টের এই জ্যাকেট দেখতে শার্টের মতো। ব্যান্ড কলারের জ্যাকেটের সামনের চেইন এনেছে বৈচিত্র্য।

জ্যাকেট: ব্যাঙ, মডেল নীল ও মুদ্দাসির। ছবি: সুমন ইউসুফ

ফুলেল নকশায় তৈরি বম্বার জ্যাকেট, তার সঙ্গে চেকের প্যান্ট। এটাই এই শীতের হটকেক। আবার আগাগোড়া চেকের জ্যাকেটও এসেছে বাজারে। তার সঙ্গে ট্রাউজার হতে পারে এক রঙা। জ্যাকেট ও প্যান্ট: ওটু
ফুলেল নকশায় তৈরি বম্বার জ্যাকেট, তার সঙ্গে চেকের প্যান্ট। এটাই এই শীতের হটকেক। আবার আগাগোড়া চেকের জ্যাকেটও এসেছে বাজারে। তার সঙ্গে ট্রাউজার হতে পারে এক রঙা। জ্যাকেট ও প্যান্ট: ওটু