চুলে রং করাতে

চুলে ধূসর পরশ লাগলেই রং করাতে উঠেপড়ে লেগে যান এই সময়ের ছেলেমেয়েরা। অথচ দুনিয়াজুড়ে বলা হচ্ছে, সাদা বা কাঁচা–পাকা মেশানো চুলেই ছেলেরা মানায় সবচেয়ে বেশি। চুলের রঙে থাকা রাসায়নিক দ্রব্যের কারণে বাকি কালো চুলও সাদা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তারপরও রং করাতে চাইলে এসব বিষয়ের দিকে খেয়াল রাখুন।

l   আপনার চুলের স্বাভাবিক রঙের কাছাকাছি কোনো রং বেছে নিন।

l   রং করার আগে অবশ্যই ভালোভাবে শ্যাম্পু করবেন। তেল ও ধুলোময়লাযুক্ত চুলে রং ভালো হয় না।

l   প্রতিবার শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করা জরুরি। আর মাঝে মাঝে হেয়ার প্যাক ব্যবহার করলে কেমিক্যালের ক্ষতিকর প্রভাব কমে যাবে অনেকখানি।

l   রং করার পর অতিরিক্ত চুল ধোয়া যেমন ঠিক নয়, তেমনি চুল একেবারে না ধুলেও ক্ষতি। এতে চুল ও রং দুটোই নষ্ট হয়।

l   চুলের রং তৈরি করার পরে একটু রং নিয়ে ঠোঁট ও কানের পেছনে হালকা করে লাগান। চুলকালে, লাল হয়ে উঠলে কিংবা অস্বস্তি লাগলে বুঝে নেবেন ওই রংটি আপনার জন্য নয়।

l   চুল অতিরিক্ত শুষ্ক হলে, ভেঙে পড়ার প্রবণতা থাকলে, মাথার ত্বকে অ্যালার্জি ও খুশকি থাকলে রং না করাই ভালো।