দেশি পোশাকের প্রচার-প্রসার ও মান বাড়ানোর তাগিদ

দেশি পোশাকের প্রচার-প্রসার, মান বাড়ানোসহ বাজেটেও বিশেষ ব্যবস্থা রাখা প্রয়োজন বলে ফ্যাশন উদ্যোগের নেতারা মনে করেন। প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: কবির হোসেন
দেশি পোশাকের প্রচার-প্রসার, মান বাড়ানোসহ বাজেটেও বিশেষ ব্যবস্থা রাখা প্রয়োজন বলে ফ্যাশন উদ্যোগের নেতারা মনে করেন। প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: কবির হোসেন

দেশি ফ্যাশন হাউসগুলোর সংগঠন ফ্যাশন উদ্যোগ মনে করে, দেশি ফ্যাশন হাউসগুলোর তৈরি পোশাক ও ফ্যাশন পণ্যের মান বাড়াতে হবে। দেশি পোশাকের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে। আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে মতবিনিময় সভায় এমন মতামত উঠে আসে।

মতবিনিময় সভায় ফ্যাশন উদ্যোগের প্রতিনিধিরা জানান, ফ্যাশন পণ্যের আমদানি-রপ্তানির আনুপাতিক পার্থক্য অনেক বেশি। উৎসবের সময় শাড়িসহ দেশি পোশাকের বিক্রি বেশি হলেও, শাড়ি পরার হার দিন দিন কমে যাচ্ছে। মান ধরে রাখতে দামও কমানো যাচ্ছে না। এ কারণে বিদেশি পোশাক বিক্রি বেড়েছে। তবে তরুণ প্রজন্মের বাজার ধরার জন্য অনেক ফ্যাশন হাউসই তরুণদের আলাদা ব্র্যান্ড চালু করেছে, যা ইতিবাচক উদ্যোগ।

দেশি ফ্যাশন হাউসগুলোর সংগঠন ফ্যাশন উদ্যোগের নেতাদের সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: কবির হোসেন
দেশি ফ্যাশন হাউসগুলোর সংগঠন ফ্যাশন উদ্যোগের নেতাদের সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ ডিসেম্বর। ছবি: কবির হোসেন

দেশি পোশাকের বাজার আরও প্রসারের জন্য ৬৪ জেলায় বিশেষ মেলা আয়োজন করা যেতে পারে বলেও সভায় আলোচনা হয়। পাশাপাশি এই শিল্পের উৎপাদন পর্যায়ে সুবিধার জন্য বাজেটেও বিশেষ ব্যবস্থা রাখা প্রয়োজন বলে ফ্যাশন উদ্যোগের নেতারা মনে করেন। দেশি ফ্যাশন হাউসগুলোর পণ্যের গুণগত মান বাড়ানোর উদ্যোগ নেওয়াটা জরুরি বলে আলোচনায় উঠে আসে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফ্যাশন উদ্যোগের সভাপতি শাহীন আহম্মেদ, সাবেক সভাপতি আজহারুল হক, টাঙ্গাইল শাড়ি কুটিরের মুনিরা এমদাদ, নিপুণের আশরাফুর রহমান, নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান, গ্রামীণ পোশাকের শুভাশীষ ভৌমিক, দেশালের কনক আদিত্য, কে ক্র্যাফটের শাম্মী খান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিচার সম্পাদক সুমনা শারমীন প্রমুখ।