বুননের বর্ণিল উৎসব

রবীন্দ্রনাথের ‘মনিহারা’ গল্পের নায়িকা মনিদীপার সাজপোশাকে মঞ্চে মডেল ও অভিনেত্রী মৌ। ছবি: হাসান রাজা
রবীন্দ্রনাথের ‘মনিহারা’ গল্পের নায়িকা মনিদীপার সাজপোশাকে মঞ্চে মডেল ও অভিনেত্রী মৌ। ছবি: হাসান রাজা

রাত ঠিক ১০টায় বিনোদিনীর সঙ্গে দেখা! পানপাতায় মুখ ঢাকা। লাল পাড়ের সাদা সিল্কের শাড়ি আর সাবেকি সোনার গয়না পরা। কনের মুকুট পরে মঞ্চে এলেন বিনোদিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ গল্পের সেই নায়িকা। শব্দযন্ত্রে তখন জোরে বাজছে ‘খেলাঘর বাঁধতে লেগেছি...।’

এভাবে মঞ্চে এল মোট ১২ চরিত্র। যারা সবাই কবিগুরুর সৃষ্টি। গল্প, উপন্যাস আর নৃত্যনাট্যের এই নায়িকারা জীবন্ত হলো ফ্যাশন নাট্য ‘রবী অনুরাগী’তে। ১৭ নভেম্বর সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার এক্সপো জোনে দেখা গেল নায়িকাদের। যে আয়োজনের পোশাকি নাম ‘ইন্টারন্যাশনাল উইভার্স ফেস্টিভ্যাল (আন্তর্জাতিক বুনন উৎসব) ২০১৭’।

নৌকাডুবি উপন্যাসের কমলার সাজে অভিনেত্রী নিপুণ
নৌকাডুবি উপন্যাসের কমলার সাজে অভিনেত্রী নিপুণ

দেশি-বিদেশি তাঁতে বোনা পোশাককে উৎসাহিত করতেই গত বছর থেকে বুনন উৎসব আয়োজন করছেন ডিজাইনার টুটলি রহমান। যেখানে এবার দেশের ছয়টি ফ্যাশন হাউস, চারজন ডিজাইনার ছাড়াও নয়টি দেশের ঐতিহ্যবাহী তাঁতে বোনা পোশাক তুলে ধরা হয়।

রবী অনুরাগীতে বিনোদিনীর পরেই মঞ্চে আসে ‘নষ্টনীড় গল্প’-এর অভিজাত বাড়ির বউ চারুলতা। জরির পাড় দেওয়া মসলিনের শাড়িতে। রিনিঝিনি চুড়ি পরা হাতে একখানা বই। এরপর মার্জিত সাজে শাড়ির সঙ্গে গামছা কাপড়ের ঘটি হাতা ব্লাউজ পরে শেষের কবিতার লাবণ্য, পশ্চিমা সাজের কেতকী, ভগ্নহৃদয় কাব্যনাট্যের চপলা, কাদম্বরী, মনিহারার মণি মালিকা, পত্র সাহিত্যের হেমন্ত বালা দেবী, ক্ষুধিত পাষাণের ইরানি, মায়ার খেলার প্রমদা, শ্যামা নৃত্যনাট্যের শ্যামা ও নৌকাডুবির কমলা।

নৌকাডুবি উপন্যাসের কমলার সাজে অভিনেত্রী নিপুণ
নৌকাডুবি উপন্যাসের কমলার সাজে অভিনেত্রী নিপুণ

অনুষ্ঠানের শুরুতেই দেশের তিনটি প্রতিষ্ঠান এনআইএফটি, রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন এবং এনআইডির শিক্ষার্থীদের নকশা করা পোশাক তুলে ধরা হয় ফ্যাশন শোতে। এরপর তাঁতে বোনা জামদানি শাড়ি তুলে ধরে টাঙ্গাইল শাড়ি কুটির। ডিজাইনার সারাহ্ করিম মঞ্চে আনেন বিয়ের পোশাকের আধুনিক সংগ্রহ, মুনস বুটিক দেখায় জামদানি ও নেটের শাড়ি। বাই দেশি তুলে ধরে সাদা কাপড়ে আয়না ও ডলার বসানো শাড়ি, কামিজ ও স্কার্ট। ক্যাটস আই মঞ্চে দেখায় শেরওয়ানি, টপ, ব্লেজার ও প্রিন্স স্যুট। লেবাসের সংগ্রহে দেখা যায় থ্রিপিস, লেহেঙ্গা আর সারারা।

বুনন উৎসবে সম্মাননাপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা
বুনন উৎসবে সম্মাননাপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা

ফ্যাশন শোর আরেকটি পর্বে ডিজাইনার সাহার রহমান, জাহানারা রহমান, ফারজানা মালেক, সোনিয়া পন্নি ও জেড অ্যান্ড জেড কালেকশনের নকশা করা পোশাক পরে হাঁটেন মডেলরা।

ফ্যাশন শোর এক ফাঁকেই মঞ্চে আসেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাংসদ মইন উদ্দীন খান বাদল, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ভুটানের রাষ্ট্রদূত সোনম তাবদিন। সঙ্গে ছিলেন উৎসব পরিচালক টুটলি রহমান। অতিথিরা তাঁদের বক্তব্যে তুলে ধরেন তাঁতশিল্পের ঐতিহ্য ও গুরুত্ব। এরপর দেশের তাঁত ও তাঁতিদের নিয়ে কাজ করার জন্য আজীবন সম্মাননা দেওয়া হয় বাংলা ক্র্যাফটের সাবেক প্রেসিডেন্ট ও ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশন বাংলাদেশের পরামর্শক মালেকা খান এবং ফ্যাশন ডিজাইনার শাহেদ হোসেন শামীমকে। একই সঙ্গে বিশেষ সম্মাননা দেওয়া হয় তাঁতশিল্পী ইমান আলি, আবুল কাসেম ও মো. ফয়জুলকে।

টুটলি রহমান বলেন, ‘তাঁতশিল্পকে বাঁচাতে বুনন উৎসব চালিয়ে যেতে চাই। ঢাকার বাইরেও এমন আয়োজন করার পরিকল্পনা আছে। আগামী বছরের শুরুতেই তাঁত ও কারুপণ্যের প্রসারে গাজীপুরে যাত্রা শুরু করবে আমাদের হেরিটেজ ভিলেজ।’

সাদা শাড়িতে লেইস ও আয়নার ব্যবহার করেছেন ডিজাইনার টুটলি রহমান
সাদা শাড়িতে লেইস ও আয়নার ব্যবহার করেছেন ডিজাইনার টুটলি রহমান

অনুষ্ঠানের আন্তর্জাতিক পর্বে ভারতের বাই লুম ছাড়াও পাকিস্তান, থাইল্যান্ড, পর্তুগাল, কোরিয়া, সাইপ্রাস, ইতালি ও মেক্সিকোর পোশাক পরে মঞ্চে হাঁটেন মডেলরা।

টাঙ্গাইল শাড়ি কুটিরের জামদানি শাড়ি
টাঙ্গাইল শাড়ি কুটিরের জামদানি শাড়ি

ফ্যাশন শোর মডেলদের সাজের দায়িত্বে ছিল পারসোনা। মূল মঞ্চের দুদিকে খাবার ও বিভিন্ন দোকানের মাধ্যমে কারুপণ্য আর পোশাক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানের শেষ পর্বে যখন গান গাইছেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব, ঘড়ির কাঁটা তখন জানাচ্ছে নতুন দিনের আগমনের বার্তা।

হালকা গোলাপি শাড়ির সঙ্গে কারুকাজ করা কেপ। জেড অ্যান্ড জেড কালেকশনের পোশাক
হালকা গোলাপি শাড়ির সঙ্গে কারুকাজ করা কেপ। জেড অ্যান্ড জেড কালেকশনের পোশাক