ভালোবাসার রঙে

পোশাকের রঙে যেন ভালোবাসার প্রকাশ। নকশার এ আয়োজনে মডেল হয়েছেন অভিনয়শিল্পী রোশান ও তানজিন তিশা। পাঞ্জাবি: ওটু, শাড়ি: সাদাকালো, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন
পোশাকের রঙে যেন ভালোবাসার প্রকাশ। নকশার এ আয়োজনে মডেল হয়েছেন অভিনয়শিল্পী রোশান ও তানজিন তিশা। পাঞ্জাবি: ওটু, শাড়ি: সাদাকালো, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন
ভালোবাসার রং কী? এক কথায় অনেকেই বলেন লাল। তবে সাদা, নীলও প্রকাশ করে ভালোবাসার অনুভূতি। ভালোবাসা দিবসে কখন কোন রঙের পোশাকে ভালোবসার প্রকাশ ঘটাবেন তা জানাচ্ছেন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার
বিকেলে মানিয়ে যাবে সাদা ও নীল েপাশাক। পোশাক: আর্ট অব ব্লু ও সাদাকালো
বিকেলে মানিয়ে যাবে সাদা ও নীল েপাশাক। পোশাক: আর্ট অব ব্লু ও সাদাকালো

আমাদের সব অনুভূতিই প্রকাশ করতে পারি রঙে রঙে। রং মানুষের মনের কথাও যেন প্রকাশ করে। সেভাবেই ভালোবাসা দিবসে আমরা আমাদের মনের ভাবের প্রকাশটা করি রং দিয়ে। বিশেষ করে পোশাকে। আসলে ভালোবাসার কি কোনো নির্দিষ্ট রং আছে?

আমার কাছে ভালোবাসার রং লাল। লাল উৎসবেরও রং। তাই বলে কি ভালোবাসা দিনে অন্য রং পরা যায় না?

তা তো যা–ই।

আমার প্রিয় রংই তো হতে পারে ভালোবাসার রং। তবে আমরা কেন নির্দিষ্ট একটি রং পরব এই দিনে? নির্দিষ্ট একটি রং প্রতিটি বিশেষ দিনের প্রতিনিধিত্ব করে। তাই তো ভালোবাসার রং লাল যেহেতু, হৃদয়ও লাল। আবার কারও কাছে নীল। আকাশের বিশালতা নীল, তাই। কিন্তু সাদা হচ্ছে পবিত্রতার প্রতীক। তাই সাদা হতে পারে ভালোবাসার সুন্দর একটি রং।

ভালোবাসা দিবসে সবাই এই রংগুলো মিলিয়ে পরতে পারেন পোশাকে। প্রেমিক-প্রেমিকা, বন্ধু, স্বজনেরা তাঁদের পোশাকে বেছে নিতে পারেন এসব রং। বুনন, নকশাশৈলী একই রকম হতে পারে। এমনভাবে পরলে সেটা হতে পারে ভালোবাসা দিবসে এক পরিপূর্ণ পোশাক। আবার একেক বেলায় একেক রঙের পোশাকও পরা যায়। সকালে বের হওয়ার জন্য ছেলেটি সাদা পাঞ্জাবি–পাজামা পরলে মেয়েটি পরবে শাড়ি। সঙ্গে সাদা ফুলের মালা।

বিকেলটা হতে পারে নীল। আবার নীলের সঙ্গে সাদার সমন্বয়ও হতে পারে।

লাল রং মানিয়ে যাবে গোধূলিবেলায়। পোশাক: ওটু
লাল রং মানিয়ে যাবে গোধূলিবেলায়। পোশাক: ওটু

রাতের রং লাল। এটা হতে পারে সবচেয়ে সমাদৃত ভালোবাসার রং। কারণ লালের সঙ্গে আছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ভালোবাসা। লাল ছাড়া কিন্তু আমাদের কোনো পর্বই সম্পন্ন হয় না।

তাই তো ভালোবাসার রং বলতেই প্রথমে আসে লাল। তবে এই রঙের বাইরেও যদি কোনো রঙের পোশাক আমরা পরি বা পরতে ইচ্ছে হয়, তাতেই বাধা কোথায়। তবে অন্য রংগুলোর জন্য নির্দিষ্ট দিন তো আছেই। লাল, সাদা, নীল—যা–ই পরুন না কেন, ভালোবাসার দিনটি যেন কেটে যায় আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ হয়ে।

মিলিয়ে পরুন পোশাক। পোশাক: ক্লাব হাউস
মিলিয়ে পরুন পোশাক। পোশাক: ক্লাব হাউস

লেখক: ফ্যাশন ডিজাইনার ও বিবিয়ানার স্বত্বাধিকারী