প্রিমিয়ার ব্যাংক দুই পদে কর্মকর্তা নেবে

প্রবেশনারি অফিসার (পিও) ও ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ)—এই দুই পদে লোক নেবে প্রিমিয়ার ব্যাংক। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা বলা হয়নি। এ সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন গতকাল মঙ্গলবার প্রথম আলোর পাঁচ নম্বর পাতায় প্রকাশিত হয়েছে।

প্রবেশনারি অফিসার (পিও) : এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। এসএসসি বা এইচএসসিতে জিপিএ ৪ থাকতে হবে এবং স্নাতক বা স্নাতকোত্তরে সিজিপিএ ৩ থাকতে হবে। এই পদে আবেদন করতে হলে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে। বেতন: ৩২ হাজার থেকে ৩৭ হাজার টাকা

ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) : এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা স্নাতক থাকতে হবে। এসএসসি বা এইচএসসিতে জিপিএ ২.৫০ এবং স্নাতকে সিজিপিএ ২ থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে। বেতন ২৪ হাজার ৫০০ থেকে ৩২ হাজার ৫০০ টাকা।

এই দুই পদের জন্য বয়স ৩১ জানুয়ারি ২০১৯ তারিখে ৩০ বছর হতে হবে। কর্মস্থল বিভাগীয় শহর/যে কোন স্থানে হতে পারে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা http://premierbankltd.com/pbl/careers/এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি, ২০১৯