বিআইডব্লিউটিএ নেবে ১৮৬ জন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ভিন্ন ভিন্ন আট পদে ১৮৬ জনকে নিয়োগ দেবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

যেসব পদে লোক নেবে: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে অফিস সহায়ক পদে ৬৪ জন, নিরাপত্তা প্রহরী ৬০ জন, পরিচ্ছন্ন কর্মী ৩০ জন, শুল্ক প্রহরী ৯ জন, মালি ১৩ জন, স্টোর হেলপার ৭জন, বাস হেলপার ২ জন, বেয়ারার ১ জন নেওয়া হবে।

সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস হলেই পদগুলোতে আবেদন করা যাবে। ১ মার্চ, ২০১৯ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

নিয়োগপ্রাপ্তদের বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেড অনুযায়ী ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা। দেওয়া হবে।

নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে (www.jobsbiwta.gov.bd) ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মাধ্যমেই প্রার্থীদের আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ, ২০১৯।