জুতার তালে হাঁটার ছন্দে

চলতি ফ্যাশনে ব্লক হিল এগিয়ে। মডেল: অন্তরা ও তাবাসসুম, জুতা: বাটা,  সাজ: রেড বিউটি স্যালন, স্থান: গোল্ডেন টিউলিপ হোটেল, ছবি: কবির হোসেন
চলতি ফ্যাশনে ব্লক হিল এগিয়ে। মডেল: অন্তরা ও তাবাসসুম, জুতা: বাটা, সাজ: রেড বিউটি স্যালন, স্থান: গোল্ডেন টিউলিপ হোটেল, ছবি: কবির হোসেন
পদধ্বনিও কি সুর তোলে? মানুষের হাঁটার ছন্দে নাকি তৈরি হয় সুর। সুরের সঙ্গে যদি নকশা মিলে যায়, তবে তো কথাই নেই। জুতার রাজ্যে নতুন সুর আর নকশায় চলছে বেশ হুলুস্থুল। কারণ নকশায় হয়েছে বেশ রদবদল। লিখেছেন রয়া মুনতাসীর
ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন

ওয়েজেসের প্রচলনও এখন চোখে পড়ার মতো। নকশাগুলো নজরকাড়া। মানিয়ে যাবে শাড়ি থেকে শুরু করে খাটো স্কার্টের সঙ্গেও।

স্থান কৃতজ্ঞতা: স্টেক রিপাবলিক

ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন

গরমের আগে এই সময়ে জুতাগুলোর ওপরের অংশ অনেকটাই আটকানো দেখা যাচ্ছে। এটা বিশ্ব ফ্যাশনের এক ধারা। হিল যেমনই হোক, ওপরের অংশ পুরো বা আধা ঢাকা থাকছে। বসন্তের রং-রূপ দেখা যাচ্ছে ব্যালেরিনাতে। পা আটকানো থাকে চারপাশ থেকে। এই জুতার এই বৈশিষ্ট্যই অনেকের প্রিয়। ব্যালে নাচেন যাঁরা, তাঁদের জন্য বানানো জুতার আদলেই তৈরি করা হয়। পার্থক্য শুধু উপকরণে। ব্যালেরিনার জনপ্রিয়তাই এই জুতাকে দিচ্ছে নতুন নতুন চেহারা।

ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন

স্নিকারস জনপ্রিয় ছিল গত বছর। এ বছরও এই ধারা থাকবে। স্নিকারসের নকশায় নতুন নতুন রূপ এ কারণেই দেখা যাচ্ছে। ভেলভেটেও তৈরি করা হচ্ছে স্নিকারস। জুতার ওপরে এক রং, নিচের অংশে আরেক রং। পাশ্চাত্য পোশাকের সঙ্গেই বেশি পরা হয়। অনেক স্নিকারসের নিচের অংশটাও বেশ উঁচু থাকছে। আরামদায়ক হওয়ার কারণে জুতার সংগ্রহে এটি রাখার পরামর্শ সব সময়ই পাওয়া যায়।

ছবি: কবির হোসেন
ছবি: কবির হোসেন

পেনসিল হিলে আরাম বোধ করেন না অনেকেই। ব্লক হিল তাঁদের জন্য আদর্শ। বিশ্ব ফ্যাশনেও এখন ব্লক হিলের চল। এই হিলে টলমল হয়ে হাঁটার কোনো সুযোগ নেই। হাঁটাও যায় অনেকক্ষণ। স্বাচ্ছন্দ্য আনতে নানা ধরনের উপকরণ ও নকশা দিয়ে সাজানো হচ্ছে ব্লক হিলকে। প্রকৃতি থেকেও রং নেওয়া হয়েছে। বসন্ত ও গরমের ফুল দেখা যাবে জুতার নকশায়। গ্রাহকদের কথা মাথায় রেখে আন্তর্জাতিক ধারা অনুসরণ করা হয় এ দেশেও। কর্মক্ষেত্র ও অনুষ্ঠান, দুই জায়গার জন্যই মানানসই। সুয়েড উপকরণ, উন্নতমানের পিউ উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে জুতাগুলো।