তরুণ মনের বৈশাখ

সাদা পাঞ্জাবির ওপর ছিটানো নানা রঙে বৈশাখের আবহ। মডেল: রাতুল ও রাজ, পাঞ্জাবি: সারা লাইফস্টাইল, স্থান: নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, ছবি: কবির হোসেন
সাদা পাঞ্জাবির ওপর ছিটানো নানা রঙে বৈশাখের আবহ। মডেল: রাতুল ও রাজ, পাঞ্জাবি: সারা লাইফস্টাইল, স্থান: নাচোল, চাঁপাইনবাবগঞ্জ, ছবি: কবির হোসেন

রঙে ভরা বৈশাখ আবার দোরগোড়ায়।

পয়লা দিনের উদ্‌যাপনে পোশাকটাও হওয়া চাই রঙিন। তরুণদের পোশাকে পাঞ্জাবির চাহিদা তো বেশি থাকবেই। অনেকে আবার প্রিয় টি-শার্ট ছেড়ে বাইরে আসতে চান না। তাঁদের জন্যও বৈশাখের রং লেগেছে পশ্চিমা এই পোশাকে। সারা বছর এখন খুব একটা ফতুয়া পরার চল দেখা না গেলেও অনেকে শখ করে ফতুয়া পরেন বৈশাখে। তাই এমন পোশাকের সংগ্রহও চোখে পড়বে ফ্যাশন হাউসগুলোতে।

বাঙালির বর্ষবরণের এই উৎসবে এখন কেনাকাটার পরিধি বেড়েছে। যেহেতু এক দিনের উদ্‌যাপন, তাই কম টাকার মধ্যেই পছন্দমতো পোশাক কিনতে চান সবাই। ছেলেদের পোশাকেও সেদিকটা মাথায় রাখছেন ফ্যাশন হাউসের উদ্যোক্তারা।

কলার ছাড়া গোল গলার সাবেকি ধারার পাঞ্জাবি। এর পাশাপাশি ডিপ ডাই করা পাঞ্জাবিও দেখা যাবে এই বৈশাখে। পাঞ্জাবি: রাইজ
কলার ছাড়া গোল গলার সাবেকি ধারার পাঞ্জাবি। এর পাশাপাশি ডিপ ডাই করা পাঞ্জাবিও দেখা যাবে এই বৈশাখে। পাঞ্জাবি: রাইজ


তারুণ্যের নকশা
ওদিকে ডিজাইনারদের ভাবনায় আছে সবচেয়ে ভালো নকশা করে তরুণদের মন জয় করা। তো ডিজাইনাররা এবারের নকশায় কোন বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন? বাজার ঘুরে একটা সিদ্ধান্তে পৌঁছানো গেল, ছেলেদের পোশাকে ডিজিটাল প্রিন্টের আধিক্য। পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া বা শার্টের নকশাতেও ডিজিটাল প্রিন্ট। একই সঙ্গে উজ্জ্বল রঙের উপস্থিতি।

ফ্যাশন হাউস সারা লাইফস্টাইলের জ্যেষ্ঠ নির্বাহী ডিজাইনার আলী তারেক ফারুকী বলেন, বৈশাখে উজ্জ্বল রং ব্যবহার করার প্রবণতা বেশি। এবারও তা–ই। ছেলেদের পাঞ্জাবির নকশায় সুতি কাপড় আর লোকজ মোটিফ ব্যবহৃত হয়। এবার জ্যামিতিক নকশা, ডিপ ডাই, ডিজিটাল প্রিন্ট, বিমূর্ত নকশা ইত্যাদি দেখা যাবে।

সুতির পাঞ্জাবিই বেশি বৈশাখে। পাঞ্জাবি: রাইজ ও মেনজ ক্লাব
সুতির পাঞ্জাবিই বেশি বৈশাখে। পাঞ্জাবি: রাইজ ও মেনজ ক্লাব


পাঞ্জাবিতে ছিটানো রং
কয়েক বছর ধরেই বৈশাখের পাঞ্জাবিতে ছিটা রঙের নকশা জনপ্রিয়তা পাওয়ায় এবারও তেমন নকশা করেছে অনেক ফ্যাশন হাউস। দোকানে কথা বলে জানা গেল, তরুণদের অনেকেই এসে এই ডিজাইন চান। তাই এটার চাহিদা আছেই। এ ছাড়া পলকা ডট, পোড়ামাটির নকশা, কালারস্প্ল্যাশ, ফুলেল নকশা, পাখি, প্রজাপতি, ঘুড়ির নকশা দেখা যাবে ছেলেদের পাঞ্জাবিতে।

ফুল, আলপনা থেকে শুরু করে ট্রাক–টেম্পোর নকশাও আছে এবার। পাঞ্জাবি: টুয়েলভ
ফুল, আলপনা থেকে শুরু করে ট্রাক–টেম্পোর নকশাও আছে এবার। পাঞ্জাবি: টুয়েলভ


বোতামে বৈচিত্র্য
পাঞ্জাবির বোতামেও এসেছে বৈচিত্র্য। একই বাটনপ্লেটে পাঁচটি বোতাম থাকলে তাতে পাঁচ রং বেছে নিতে দেখা যাচ্ছে। এতে অবশ্য সাদা পাঞ্জাবি আরও রঙিন হয়ে উঠেছে। পাঞ্জাবির বুকপকেটের প্রচলনও বেড়েছে তরুণদের চাহিদা ধরে। কলার আর হাতার কাজেও লোকজ মোটিফ দেখা যাবে।

পাঞ্জাবির বুকে ছোট পকেট। পাঞ্জাবি: লুবনান ও মেনজ ক্লাব
পাঞ্জাবির বুকে ছোট পকেট। পাঞ্জাবি: লুবনান ও মেনজ ক্লাব

আবার চিরায়ত ঢং
রাইজ ফ্যাশন হাউসের সহকারী নির্বাহী ডিজাইনার জাকির হোসাইন জানালেন, চিরায়ত (ক্ল্যাসিক) ধারার বেশ কিছু পাঞ্জাবি দেখা যাবে এবার। কলার ছাড়া গোল গলা পাঞ্জাবিতে ফুলের নকশা থাকবে। এ ধরনের পাঞ্জাবি লুঙ্গি বা ধুতির সঙ্গে পরা যেতে পারে। পলকা ডটের পাঞ্জাবিও দেখা যাবে লাল–সাদা রঙের ওপর। সুতার কাজ করা নকশাও আছে। এ ছাড়া নীল, হলুদ, গোলাপি, কমলা, বেগুনি ইত্যাদি রং দেখা যাবে।

ফতুয়ার সঙ্গে ঢিলেঢালা প্যান্ট আরাম দেবে গরমে। পোশাক: যাত্রা
ফতুয়ার সঙ্গে ঢিলেঢালা প্যান্ট আরাম দেবে গরমে। পোশাক: যাত্রা

আছে ফতুয়াও
পয়লা বৈশাখে ফতুয়া পরতে চাইলে কিছুটা ঘুরে ঘুরে পছন্দ করতে হবে। কারণ, কয়েকটি দোকানে মিলবে ফতুয়া। সুতি কাপড়ের কলার দেওয়া ফতুয়া এনেছে ফ্যাশন হাউস যাত্রা। তাতে বাংলা সিনেমা আর রিকশাচিত্রের প্রভাব। এ ধরনের স্টাইল মূলত পপ আর্টের অনুকরণে একটি দেশি আবহ যোগ করেছে পোশাকে। এর সঙ্গে কিছুটা গুটিয়ে নিয়ে ঢিলেঢালা হারেম প্যান্ট পরলেই বৈশাখের দিন আরাম পাওয়া যাবে। সুতির চেক ফতুয়ার চাহিদাও দেখা যায় বৈশাখে। অনেকে শখ করে এর সঙ্গে লুঙ্গি পরেন।

লাল, সাদা ও নীল রং পাঞ্জাবিতে বেশি দেখা যাচ্ছে।  পাঞ্জাবি: লুবনান ও মেনজ ক্লাব
লাল, সাদা ও নীল রং পাঞ্জাবিতে বেশি দেখা যাচ্ছে। পাঞ্জাবি: লুবনান ও মেনজ ক্লাব

তবে যেটাই পরেন, এই সময়ের গরমের কথা মাথায় রেখেই পোশাক নির্বাচন করা ভালো। পোশাকে আরাম পাওয়া গেলে আনন্দ হবে ষোলো আনা।