'নববর্ষ হোক নিরাপদ' কুইজে অংশ নেওয়ার সুযোগ

নববর্ষের আয়োজনে আনন্দে মেতেছেন সবাই। বিশ্বজুড়ে বাঙালিরা নতুন বছরের আনন্দে আয়োজনে মেতে থাকেন। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। শিশু-বুড়ো, নারী-পুরুষ নির্বিশেষে সবাই মেতে ওঠে আনন্দে-উদ্‌যাপনে। হাজার বছর ধরে চলে আসা বাঙালির এই ঐতিহ্য এখন বিশ্ব সংস্কৃতির অংশ যা সকল বাঙালির গর্বের বিষয়। কিন্তু এই আনন্দ উদ্‌যাপন সকলের কাছেই কি আনন্দের? নারীদের জন্য উৎসবকে নিরাপদ রাখার স্বার্থে ব্র্যাকের এক বিশেষ আয়োজন #নববর্ষ_হোক_নিরাপদ কুইজ সচেতনতা শুরু হয়েছে। ব্র্যাকের বিশেষ সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে সবাই সচেতন হতে পারবেন।

বাংলাদেশ হাইকোর্টের দিকনির্দেশনা অনুযায়ী, যে সকল আচরণ যৌন হয়রানি বলে গণ্য হবে

১. যে কোনো অবাঞ্ছিত শারীরিক স্পর্শ বা এ ধরনের প্রচেষ্টা
২. প্রাতিষ্ঠানিক এবং পেশাগত ক্ষমতা ব্যবহার করে কারও সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা
৩. যৌন হয়রানি ও নিপীড়নমূলক উক্তি/মন্তব্য
৪. যৌন সুযোগ লাভের জন্য অবৈধ আবেদন/দাবি
৫. পর্নোগ্রাফি দেখানো
৬. যৌন আবেদনমূলক মন্তব্য/অঙ্গভঙ্গি
৭. অশালীন ভঙ্গি, যৌন নির্যাতনমূলক ভাষা বা মন্তব্যের মাধ্যমে উত্ত্যক্ত করা, কাউকে অনুসরণ করা বা পেছন পেছন যাওয়া, যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করে ঠাট্টা বা উপহাস করা
৮. চিঠি, টেলিফোন, মোবাইল ফোন, এসএমএস, ছবি, নোটিশ, কার্টুন, বেঞ্চ, চেয়ার-টেবিল, নোটিশ বোর্ড, অফিস, ফ্যাক্টরি, শ্রেণিকক্ষ, বাথরুমের দেয়ালে যৌন ইঙ্গিতপূর্ণ অপমানজনক কোনো কিছু লেখা
৯. ব্ল্যাকমেল অথবা চরিত্র হননের উদ্দেশ্যে যেকোনো ধরনের স্থির বা চলমান চিত্র ধারণ করা
১০. যৌন নিপীড়ন বা হয়রানির কারণে খেলাধুলা, সাংস্কৃতিক, প্রাতিষ্ঠানিক এবং শিক্ষাগত কার্যক্রমের অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য করা
১১. প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়ে হুমকি দেওয়া বা চাপ প্রয়োগ করা
১২. ভয় দেখিয়ে বা মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপন বা স্থাপনের চেষ্টা করা।
অন্যায় দেখেও নীরব থাকলে আমরা সমান অপরাধী। আপনার নীরবতা অপরাধীদের প্রশ্রয় দেয়। প্রতিবাদ করুন, পাশে দাঁড়ান। কুইজে অংশ নিয়ে জেনে নিন আপনি কতটা সচেতন।
কুইজে অংশ নেওয়ার লিংক