সাজে স্নিগ্ধতা

ছবি : নকশা
ছবি : নকশা

মিষ্টি মেয়ের মিষ্টি সাজ

‘মিষ্টি মেয়ে’ অভিনেত্রী কবরী পরেছিলেন কালো চেকের সিল্ক শাড়ি। এটি ভারতের বেনারস থেকে কেনা। তার সঙ্গে কানে রুপার দুল আর হাতে নিয়েছিলেন কালো রঙের ব্যাগ। জাপানি জুতা পরা এই নায়িকা সেজে ছিলেন নিজেই।

কাতানে শর্মিলী

হালকা সোনালি রঙের কাতান শাড়ি পরেছিলেন অভিনেত্রী শর্মিলী আহমেদ। শাড়ির জমিনজুড়ে বড় বড় কলকার নকশা। গলায় পরেছিলেন সোনালি হার। এক হাতে চুড়ি আরেক হাতে ঘড়ি। তালা ঝোলানো হাতের ব্যাগটাও ছিল ফ্যাশনেবল।     

হাসি মুখে দিলারা

ঘিয়ে রং জমিনের জামদানি শাড়িতে লাল কালো রঙের পাড় আর লাল বুটি। কানে কালো টপ, গলায় কালো মালা। হাতে পরেছিলেন সোনালি ঘড়ি। ক্যামেরার সামনে অভিনয়শিল্পী দিলারা জামান দাঁড়ালেন সব সময়ের মিষ্টি হাসি দিয়ে।

কাতানে বন্যা

বেগুনি রঙের কাতান শাড়ি পরেছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পরেছিলেন হালকা সোনালি গয়না। খোঁপা করা চুলে পরেছিলেন সাদা ফুল।

পাহাড়ি গয়নায় প্রাচী

আড়ং থেকে কেনা মেরুন রঙের শাড়ি পরেছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। কপালে ছিল হাতে আঁকা টিপ, হাতে কাচের চুড়ি। তবে গলায় পরেছিলেন বন্ধুর দেওয়া উপহার পাহাড়ি গয়না। রুপালি এই গয়নাতে দ্যুতি ছড়ান প্রাচী।

গ্রন্থনা: রয়া মুনতাসীর, হাসান ইমাম, তারিকুর রহমান খান, রাফিয়া আলম, অলকানন্দা রায় তানজিনা আকতারী।