লা-রিভের ঈদপোশাকের সংগ্রহ

ঈদে লা রিভ এনেছে নতুন পোশাক
ঈদে লা রিভ এনেছে নতুন পোশাক

বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে নতুন পোশাকের সংগ্রহ এনেছে ফ্যাশন হাউস লা রিভ। ৫ মে আনুষ্ঠানিকভাবে লা রিভের মোহাম্মদপুর শাখায় ঈদপোশাক সংগ্রহের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্নুজান নার্গিস। তিনি জানান, ‘লা রিভের ঈদুল ফিতর সংগ্রহের মূল থিম ছিল “উৎস মূল”। অর্থাৎ শিকড়ে ফেরা। বিশ্বের অনেক অঞ্চলের মানুষ যখন গুহাবাসী, আমরা তখন পৃথিবী বিখ্যাত বস্ত্র তৈরি করেছি। আমাদের ঐতিহ্যবাহী মসলিনের একটা বড় সংগ্রহ থাকবে এবার ঈদ সংগ্রহে। এ ছাড়া জামদানির নানা মোটিফ বিভিন্ন ধরনের আধুনিক পোশাকে ব্যবহার করেছি।’

আন্তর্জাতিক ধারার যে ধরনের পোশাক চলছে, তার অনেকটাই থাকবে লা রিভে। মেঝে ছোঁয়া দুই পিসের পোশাক, চেইন দেওয়া সালোয়ার-কামিজ, জিপসি পোশাক ইত্যাদি। ছেলেদের পোশাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক রং। পেঁয়াজ, হরীতকী, ডালিমের খোসা, হলুদ ইত্যাদি ব্যবহার করে রাঙানো হয়েছে পাঞ্জাবি। জামদানি ও কাঁথা ফোড়ের নকশা করা পাঞ্জাবিও থাকছে সংগ্রহে। পানি, আগুন, পাতার নকশা, বৃষ্টির ফোঁটা দিয়ে নকশা করা হয়েছে শিশুদের পোশাক।