টাঙ্গুয়ার হাওরের জীবন

>

ছয় কুড়ি কান্দার নয় কুড়ি বিল। কান্দাভর্তি সারি সারি হিজল, করচ আর নলখাগড়ার বন। হাওরভর্তি মাছ, জলচর পাখি। মাছ, গাছ আর পাখি—এই হলো টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে তাহিরপুর ও ধরমপাশা উপজেলায় এ হাওরের অবস্থান। ৪টি ইউনিয়নের ১৮টি মৌজাজুড়ে এর আয়তন ১২ হাজার ৬৫৫ হেক্টর। এ এলাকার ৮৮টি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ হাওরের ওপর নির্ভরশীল। একেক মৌসুমে হাওরের রূপ একেক রকম। কখনো সবুজ, কখনো রুক্ষ। মৌসুমের সঙ্গে পাল্লা দিয়ে হাওরপারের মানুষের জীবনও বদলায়। এই হাওরে প্রতিবছর আসে হাজারো পরিযায়ী পাখি। পাখির কলকাকলিতে মেতে উঠে হাওরের আকাশ–বাতাস।
টাঙ্গুয়ার হাওরের ছবিগুলো সাম্প্রতিক। ছবি: লেখক

১ / ১৭
লালঝুঁটি ভুতিহাঁস
লালঝুঁটি ভুতিহাঁস
২ / ১৭
সাপপাখি
সাপপাখি
৩ / ১৭
লালঝুঁটি ভুতিহাঁস
লালঝুঁটি ভুতিহাঁস
৪ / ১৭
পিয়ং হাঁস
পিয়ং হাঁস
৫ / ১৭
পালাসি কুরা ইগল
পালাসি কুরা ইগল
৬ / ১৭
মরচে রং ভুতিহাঁস
মরচে রং ভুতিহাঁস
৭ / ১৭
গেওয়ালা বাটান
গেওয়ালা বাটান
৮ / ১৭
দেশি মেটে হাঁস
দেশি মেটে হাঁস
৯ / ১৭
বেগুনি কালেম
বেগুনি কালেম
১০ / ১৭
বড় পানকৌড়ি
বড় পানকৌড়ি
১১ / ১৭
খয়রা কাস্তেচরা
খয়রা কাস্তেচরা
১২ / ১৭
বড় বক
বড় বক
১৩ / ১৭
হাওরে মাছ ধরা
হাওরে মাছ ধরা
১৪ / ১৭
হাওরের মানুষের প্রধান জীবিকা মাছ ধরা
হাওরের মানুষের প্রধান জীবিকা মাছ ধরা
১৫ / ১৭
পাখির চোখে টাঙ্গুয়ার হাওর
পাখির চোখে টাঙ্গুয়ার হাওর
১৬ / ১৭
হাওরে পাখির ঝাঁক
হাওরে পাখির ঝাঁক
১৭ / ১৭
হাওরে হাঁসের পাল নিয়ে শিশু
হাওরে হাঁসের পাল নিয়ে শিশু