পোশাকে ঈদের রং

ঈদের শাড়িতে প্রকৃতির নকশা। মডেল: মাশিয়াত ও তৃণ, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেন, স্থান: দ্য প্যালেস ল্যাক্সারি রিসোর্ট, বাহুবল, হবিগঞ্জ
ঈদের শাড়িতে প্রকৃতির নকশা। মডেল: মাশিয়াত ও তৃণ, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেন, স্থান: দ্য প্যালেস ল্যাক্সারি রিসোর্ট, বাহুবল, হবিগঞ্জ
>কখনো কাপড়ই থাকছে মুখ্য ভূমিকায়। কখনোবা পোশাকের ওপর করা নকশা এক শতে এক শ নম্বর পেয়ে যাচ্ছে। কখনো নজর কাড়ছে পোশাকের কাট। শাড়ি, সালোয়ার–কামিজের চাহিদা বেশি থাকলেও পিছিয়ে নেই পাশ্চাত্য ধাঁচের পোশাকগুলো। গরম ও উৎসব—এই দুটো ভাবনাই চলে এসেছে পোশাকগুলোতে। লিখেছেন রয়া মুনতাসীর
নীল রং এবার বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে ঈদ সংগ্রহে। লম্বা পোশাকটির ওপরে আলাদা পাতলা একটি টপ আছে। স্কার্টটি বেশ চকচকে। এর সঙ্গে ভারসাম্য এনেছে গাঢ় নীল টপটি। পোশাক: ক্লাব হাউস
নীল রং এবার বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে ঈদ সংগ্রহে। লম্বা পোশাকটির ওপরে আলাদা পাতলা একটি টপ আছে। স্কার্টটি বেশ চকচকে। এর সঙ্গে ভারসাম্য এনেছে গাঢ় নীল টপটি। পোশাক: ক্লাব হাউস
কামিজে বিভিন্নভাবে লেয়ারের ব্যবহার দেখা যাবে। লেগিংস, প্যান্ট বা পালাজ্জো—যেকোনো একটি দিয়েই কামিজ পরা যাবে এবার ঈদে। পোশাক: সেইলর
কামিজে বিভিন্নভাবে লেয়ারের ব্যবহার দেখা যাবে। লেগিংস, প্যান্ট বা পালাজ্জো—যেকোনো একটি দিয়েই কামিজ পরা যাবে এবার ঈদে। পোশাক: সেইলর
হাতের কাজ, টার্সেলের ব্যবহার আর উজ্জ্বল রং মসলিনের এই পোশাকে নিয়ে এসেছে আভিজাত্য। সামনে ফাড়া দেওয়া ম্যাক্সি পোশাকটির ওড়নাটিতেও টাই-ডাইয়ের মাধ্যমে বিভিন্ন শেড আনা হয়েছে। সঙ্গে সোজা কাটের সাদা প্যান্ট।  পোশাক: হুমায়রা খান
হাতের কাজ, টার্সেলের ব্যবহার আর উজ্জ্বল রং মসলিনের এই পোশাকে নিয়ে এসেছে আভিজাত্য। সামনে ফাড়া দেওয়া ম্যাক্সি পোশাকটির ওড়নাটিতেও টাই-ডাইয়ের মাধ্যমে বিভিন্ন শেড আনা হয়েছে। সঙ্গে সোজা কাটের সাদা প্যান্ট। পোশাক: হুমায়রা খান
উজ্জ্বল রংগুলো মনে করিয়ে দিচ্ছে—সামনেই উৎসব। সিল্কের শাড়ি এবং ওয়ান শোল্ডার বেলুন ড্রেসটিতে টাই-ডাইয়ের মাধ্যমে তিন থেকে চারটি রং আনা হয়েছে। পুরো পোশাকে নয়, বরং হঠাৎ এক জায়গায় ফুটে উঠেছে জমকালো কাজ। এতেই যেন চলে এসেছে ভিন্নতা। পোশাক: হুমায়রা খান
উজ্জ্বল রংগুলো মনে করিয়ে দিচ্ছে—সামনেই উৎসব। সিল্কের শাড়ি এবং ওয়ান শোল্ডার বেলুন ড্রেসটিতে টাই-ডাইয়ের মাধ্যমে তিন থেকে চারটি রং আনা হয়েছে। পুরো পোশাকে নয়, বরং হঠাৎ এক জায়গায় ফুটে উঠেছে জমকালো কাজ। এতেই যেন চলে এসেছে ভিন্নতা। পোশাক: হুমায়রা খান
টিস্যু মসলিন ও সুতি—দুটোই চলবে এবার ঈদে। হালকা সবুজরঙা টিস্যু মসলিনের শাড়িতে মসলিনের সঙ্গে ভালো মানের চিকন চকচকে জরির সুতা ব্যবহার করা হয়েছে। পুরো শাড়ির পাড়ে, বুকে ও আঁচলে আছে হাতের কাজ। দিনের বেলার যেকোনো দাওয়াতেই মানিয়ে যাবে এটি। অন্যদিকে হালকা নীল রঙের সুতির শাড়ির ওপরে হাতে আঁকা ময়ূর। স্নিগ্ধতা ও আরাম—এই দুটোই পাওয়া যাবে শাড়িটিতে।  শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির
টিস্যু মসলিন ও সুতি—দুটোই চলবে এবার ঈদে। হালকা সবুজরঙা টিস্যু মসলিনের শাড়িতে মসলিনের সঙ্গে ভালো মানের চিকন চকচকে জরির সুতা ব্যবহার করা হয়েছে। পুরো শাড়ির পাড়ে, বুকে ও আঁচলে আছে হাতের কাজ। দিনের বেলার যেকোনো দাওয়াতেই মানিয়ে যাবে এটি। অন্যদিকে হালকা নীল রঙের সুতির শাড়ির ওপরে হাতে আঁকা ময়ূর। স্নিগ্ধতা ও আরাম—এই দুটোই পাওয়া যাবে শাড়িটিতে। শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির
এবার মেয়েদের পোশাক সংগ্রহে শার্ট আর লম্বা টিউনিকও আছে। ফুলের নকশা বেশ জনপ্রিয়তা পেয়েছে। পোশাক: জেন্টল পার্ক (বাঁয়ে) ক্লাব হাউস (ডানে)
এবার মেয়েদের পোশাক সংগ্রহে শার্ট আর লম্বা টিউনিকও আছে। ফুলের নকশা বেশ জনপ্রিয়তা পেয়েছে। পোশাক: জেন্টল পার্ক (বাঁয়ে) ক্লাব হাউস (ডানে)
মসলিনের এই শাড়ি ব্যবহার করা হয়েছে ক্যানভাস হিসেবেই। সাত গজের শাড়ি। সেখানে নকশার কোনো পুনরাবৃত্তি নেই। ইমেজ প্রিন্টিংয়ের মাধ্যমে শাড়ির ওপর এই নকশা তুলে ধরা হয়েছে। এটা এবারের ঈদের নতুন সংযোজন। এর বাইরে শাড়িতে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট কিংবা ডিজিটাল প্রিন্ট তো থাকছেই। শাড়ি: বেয়ন্ড সাদাকালো  স্কার্টটার মজা হচ্ছে পালাজ্জো দিয়ে লেয়ার তৈরি করা হয়েছে। স্কার্টের ফাড়া বেশি থাকায় পালাজ্জোর আবির্ভাব। ওপরের টপটাতেও লেয়ারের ব্যবহার লক্ষণীয়। তরুণী বয়সটি পর্যন্তই এই লেয়ারের কাট বেশি ভালো মানাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পোশাক: সাদাকালো
মসলিনের এই শাড়ি ব্যবহার করা হয়েছে ক্যানভাস হিসেবেই। সাত গজের শাড়ি। সেখানে নকশার কোনো পুনরাবৃত্তি নেই। ইমেজ প্রিন্টিংয়ের মাধ্যমে শাড়ির ওপর এই নকশা তুলে ধরা হয়েছে। এটা এবারের ঈদের নতুন সংযোজন। এর বাইরে শাড়িতে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট কিংবা ডিজিটাল প্রিন্ট তো থাকছেই। শাড়ি: বেয়ন্ড সাদাকালো স্কার্টটার মজা হচ্ছে পালাজ্জো দিয়ে লেয়ার তৈরি করা হয়েছে। স্কার্টের ফাড়া বেশি থাকায় পালাজ্জোর আবির্ভাব। ওপরের টপটাতেও লেয়ারের ব্যবহার লক্ষণীয়। তরুণী বয়সটি পর্যন্তই এই লেয়ারের কাট বেশি ভালো মানাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পোশাক: সাদাকালো