ঈদের দিন কী পরবেন নোবেল: দেখে নিন

সংগীতশিল্পী নোবেলের পরা এই লালচে সুতি পাঞ্জাবিতে কালো প্রিন্টের নকশা করা হয়েছে। হাতের শেষ দিকে কালো কাপড়ের পাইপিং করা হয়েছে। পাঞ্জাবি: লুবনান
সংগীতশিল্পী নোবেলের পরা এই লালচে সুতি পাঞ্জাবিতে কালো প্রিন্টের নকশা করা হয়েছে। হাতের শেষ দিকে কালো কাপড়ের পাইপিং করা হয়েছে। পাঞ্জাবি: লুবনান
সবুজের দুই শেডে রাঙানো হয়েছে এই পাঞ্জাবি। গাঢ় সবুজ জমিনের ওপরে লাইট সবুজ প্রিন্ট। নরম সুতি কাপড়ের ঈদের এই পাঞ্জাবির বাটনপ্লেটে করা হয়েছে এমব্রয়ডারির নকশা। বোতামের দুই পাশে গোলাকার কাপড়ের নকশা করা হয়েছে হাতার নিচের অংশেও। রেগুলার ফিট কাটে বানানো হয়েছে এটি। পাঞ্জাবি: ক্যাটস আই
সবুজের দুই শেডে রাঙানো হয়েছে এই পাঞ্জাবি। গাঢ় সবুজ জমিনের ওপরে লাইট সবুজ প্রিন্ট। নরম সুতি কাপড়ের ঈদের এই পাঞ্জাবির বাটনপ্লেটে করা হয়েছে এমব্রয়ডারির নকশা। বোতামের দুই পাশে গোলাকার কাপড়ের নকশা করা হয়েছে হাতার নিচের অংশেও। রেগুলার ফিট কাটে বানানো হয়েছে এটি। পাঞ্জাবি: ক্যাটস আই
আবহাওয়ার কারণে ঈদের দিন নামতে পারে ঝমঝম বৃষ্টি। তাই নীল পাঞ্জাবিতেও দারুণ দেখাবে। বুকের সামনে করা হয়েছে সোনালি সুতার চওড়া কাজ। একই রঙে হাতার অগ্রভাগের শেষ দিকে নকশা করা আছে। পাঞ্জাবি: ওটু
আবহাওয়ার কারণে ঈদের দিন নামতে পারে ঝমঝম বৃষ্টি। তাই নীল পাঞ্জাবিতেও দারুণ দেখাবে। বুকের সামনে করা হয়েছে সোনালি সুতার চওড়া কাজ। একই রঙে হাতার অগ্রভাগের শেষ দিকে নকশা করা আছে। পাঞ্জাবি: ওটু
মোগল স্থাপত্যের নকশা উঠে এসেছে ঈদের এই পাঞ্জাবিতে। কালচে সবুজ পাঞ্জাবির হাতার মাথায় ও কলারে করা হয়েছে সেই নকশা। সোনালি ও গোলাপি সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে। পাঞ্জাবি ও ট্রাউজার: ওটু
মোগল স্থাপত্যের নকশা উঠে এসেছে ঈদের এই পাঞ্জাবিতে। কালচে সবুজ পাঞ্জাবির হাতার মাথায় ও কলারে করা হয়েছে সেই নকশা। সোনালি ও গোলাপি সুতা দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে। পাঞ্জাবি ও ট্রাউজার: ওটু
আরামদায়ক স্লিম ফিট এই পাঞ্জাবির সুতা কিছুটা চকচকে। তাই ঈদের রাতে দাওয়াতে বা ঘোরাঘুরিতে এমন পাঞ্জাবি এনে দেবে উৎসবের আবহ। বুকের কাছে পুঁতি ও এমব্রয়ডারি দিয়ে নকশা করা হয়েছে কলারের সঙ্গে মিলিয়ে। সঙ্গে চুড়িদার পায়জামা আর হালকা স্যান্ডেল ভালো দেখাবে। পাঞ্জাবি: লুবনান
আরামদায়ক স্লিম ফিট এই পাঞ্জাবির সুতা কিছুটা চকচকে। তাই ঈদের রাতে দাওয়াতে বা ঘোরাঘুরিতে এমন পাঞ্জাবি এনে দেবে উৎসবের আবহ। বুকের কাছে পুঁতি ও এমব্রয়ডারি দিয়ে নকশা করা হয়েছে কলারের সঙ্গে মিলিয়ে। সঙ্গে চুড়িদার পায়জামা আর হালকা স্যান্ডেল ভালো দেখাবে। পাঞ্জাবি: লুবনান
রিমি কটনের হালকা গোলাপি রঙের এই পাঞ্জাবিটা তৈরি করা হয়েছে গরমের কথা ভেবে। স্লিম ফিট পাঞ্জাবির দুই কাঁধে একই রঙের সিল্ক সুতা ব্যবহার করে নকশা করা হয়েছে সূক্ষ্ম হাতে। পাঞ্জাবি: জেন্টল পার্ক
রিমি কটনের হালকা গোলাপি রঙের এই পাঞ্জাবিটা তৈরি করা হয়েছে গরমের কথা ভেবে। স্লিম ফিট পাঞ্জাবির দুই কাঁধে একই রঙের সিল্ক সুতা ব্যবহার করে নকশা করা হয়েছে সূক্ষ্ম হাতে। পাঞ্জাবি: জেন্টল পার্ক

ঈদের দিন কী পরবেন নোবেল: দেখে নিন

সম্প্রতি দেশে এসেছিলেন ভারতের সারেগামাপার রিয়্যালিটি শোর বাংলাদেশি প্রতিযোগী মঈনুল আহসান নোবেল। বর্ণিল ঈদ ম্যাগাজিনে পাঞ্জাবির ফটোশুটে অংশ নেন। এর ফাঁকে গল্পচ্ছলে চলতে থাকে আড্ডা। নোবেল বলতে থাকেন তার ঈদের অভিজ্ঞতা। দুই বাংলাতেই এখন পরিচিত মুখ নোবেল। ভক্তও জুটে গেছে লাখ লাখ। বাইরে বেরোলেই সেলফি-শিকারির ভিড়। তাই এবারের ঈদই বেশি ভালো লাগার কথা নোবেলের। কিন্তু সেই ধারণা ভুল। নোবেল জানালেন, ছোটবেলার ঈদের আনন্দের সঙ্গে এখনকার ঈদ মেলাতেই চাই না। ওই সময়ে (ছোটবেলার) ঈদের নতুন জামাকাপড় লুকিয়ে রাখতাম। পাছে কেউ দেখে ফেলে। চাঁদরাতে মাথার পাশে রেখেই ঘুমাতাম। সকাল হলেই নতুন পোশাক পরা শেষ।’

তবে এখন আর ঈদের পোশাক নিয়ে তেমন উৎসাহ নেই। তবে ঈদের দিন সকালে নতুন পাঞ্জাবি পরেই ঈদগাহে যান। আগে থেকেই ঈদের দিন বাইরে খুব একটা ঘোরাঘুরি করেন না। তাহলে কীভাবে কাটে নোবেলের ঈদের দিন? হাসলেন, তারপর বললেন, ‘এই তো নামাজ পড়ে এসেই পাঞ্জাবি খুলে একটা পাতলা ঢিলে পোশাক পরে ঘরে বসে যাই। এ দিন বাসায় দারুণ দারুণ সব খাবার রান্না করেন আমার আব্বু। দিনভর সেসব খেয়েই কেটে যায় সময়।’

তাই এখন ঈদের পোশাক মানে সকালের ওই পাঞ্জাবিটাই। এরপর উদোর পূর্তি করতেই যে পোশাকে থাকলে ভালোমতো খাওয়া যাবে, সেটা পরেন তরুণ এই শিল্পী। এবারের ঈদ কীভাবে কাটবে সেটা এখনো জানেন না নোবেল। কারণ, প্রতিযোগিতার শুটিং থাকলে হয়তো কলকাতাতেই কাটাতে হবে। বন্ধ পেলে দেশে আসার ইচ্ছা আছে। বাকিটা সময়ই ঠিক করে দেবে বলে মনে করেন নোবেল।

সৌজন্যে: প্রথম আলো বর্ণিল ঈদ