দুই বেলার সাজে...

>
হালকা বেজ মেকআপ। চোখের পাতায় গাঢ় মাসকারা, মোটা করে লাইনার টানা এবং বাদামি রঙের শ্যাডো। ঠোঁটে নুড রঙের লিপস্টিক। চুল সামনের দিকে মাঝবরাবর সিঁথি টেনে দুই পাশের চুলগুলো পেছনের দিকে এনে দুই ভাগ করে পেঁচিয়ে নিয়ে দুটো খোঁপা করা হয়েছে। মডেল: জুঁই, পোশাক: টুয়েলভ, ছবি: কবির হোসেন
হালকা বেজ মেকআপ। চোখের পাতায় গাঢ় মাসকারা, মোটা করে লাইনার টানা এবং বাদামি রঙের শ্যাডো। ঠোঁটে নুড রঙের লিপস্টিক। চুল সামনের দিকে মাঝবরাবর সিঁথি টেনে দুই পাশের চুলগুলো পেছনের দিকে এনে দুই ভাগ করে পেঁচিয়ে নিয়ে দুটো খোঁপা করা হয়েছে। মডেল: জুঁই, পোশাক: টুয়েলভ, ছবি: কবির হোসেন
হালকা বেজ মেকআপে চোখের পাপড়িতে গাঢ় মাসকারা এবং চিকন করে লাইনার টানা। চোখের কোণে গাঢ় শেডে স্মোকি ভাব। চোখের পাতায় বাদামি শ্যাডো। গালের দুই পাশে গোলাপি রঙের ব্লাশঅনের ছোঁয়া। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চুলের এক পাশে সিঁথি করে অন্য পাশে চুলগুলো পেঁচিয়ে বেণির মতো করে পেছনে নিয়ে এসে এক পাশে খোঁপা করা হয়েছে। পোশাক: টুয়েলভ, সাজ: বিন্দিয়া এক্সক্লুসিভ
হালকা বেজ মেকআপে চোখের পাপড়িতে গাঢ় মাসকারা এবং চিকন করে লাইনার টানা। চোখের কোণে গাঢ় শেডে স্মোকি ভাব। চোখের পাতায় বাদামি শ্যাডো। গালের দুই পাশে গোলাপি রঙের ব্লাশঅনের ছোঁয়া। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। চুলের এক পাশে সিঁথি করে অন্য পাশে চুলগুলো পেঁচিয়ে বেণির মতো করে পেছনে নিয়ে এসে এক পাশে খোঁপা করা হয়েছে। পোশাক: টুয়েলভ, সাজ: বিন্দিয়া এক্সক্লুসিভ
ঈদের পর এখনো চলছে দাওয়াত। সাজেও এ কারণে থাকছে একটু বাড়তি ছোঁয়া। প্রকৃতির ধরন আর বেলা বুঝে সাজের বিষয়টি খেয়াল রাখার ওপর জোর দিলেন রূপবিশেষজ্ঞরা। দুপুরের সাজে চুল বেঁধে রাখা যেমন আবশ্যক, তেমনি রাতের বেলার পোশাকটা দিনের অন্য বেলার চেয়ে একটু জমকালো হলে ক্ষতি নেই।
শাড়ি: কুমুদিনী
শাড়ি: কুমুদিনী


দুপুরের সাজ

প্রচণ্ড গরমে সাজ হতে হবে স্নিগ্ধ মায়াময়। দুপুরে সাজের আগে মুখে এক টুকরো বরফ ঘষে নিতে হবে। পাঁচ মিনিট পর তুলোর বলে টোনার নিয়ে মুখ-গলা মুছে নিন। এতে ত্বকের সঙ্গে মেকআপটা ভালোভাবে বসবে। টোনিং করার ১০-১৫ মিনিট পর প্রাইমার দিয়ে হালকা করে বেজ করে নিন। এবার কমপ্যাক্ট পাউডার বুলিয়ে মুখের ছোপ বা কালো দাগগুলো ঢেকে দিন। তেল ছাড়া ফাউন্ডেশন হালকা করে মুখ, গলার ত্বকে মিশিয়ে নিন। ঠোঁটে থাকুক নুড রঙের লিপস্টিক, চোখে ঘন করে মাসকারা, হালকা কাজল। চোখের পাতায় বাদামি বা সোনালি আইশ্যাডোর মাধ্যমে বেজ করে নিন। যেকোনো রঙের আই পেনসিল দিলে ভালো করে মিশিয়ে নিতে হবে। চোখের নিচের পাতায় গাঢ় বাদামি শেড দিতে পারেন। চোখের কোণে ছাই বা কালো রঙের শ্যাডো দিয়ে আনতে পারেন একটু স্মোকি ভাব। চিক বোনে হালকা গোলাপি বা হালকা বাদামি ব্লাশঅন মানাবে দুপুরবেলায়। দিনের এ সময়টায় একটু কনট্যুর করে নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে প্রাইমার আর ফাউন্ডেশন লাগানোর পর নাকের পাশে গাঢ় শেডের কমপ্যাক্ট লাগালেই কনট্যুরিং হয়ে যাবে।

শাড়ি: কুমুদিনী
শাড়ি: কুমুদিনী

চুলের সাজে করা যেতে পারে নানা ঢং। হাতখোঁপা, মাথার মাঝবরাবর সিঁথি করে দুই পাশের সামনের চুল রোল করে ক্লিপে আটকে নিন। পেছনের চুলগুলো দুই ভাগ করে কানের দুই পাশে দুটো প্যাঁচানো খোঁপা করে নিতে পারেন। এ ছাড়া চুল চুড়ো করে বাঁধা যেতে পারে। খোঁপার কাঁটা বা কোনো তাজা ফুল কিংবা শুকনো ফুল নিয়ে আসবে সতেজতা। প্রচণ্ড গরমের দিনে সাজে ঝরঝরে ভাব আনলেই পরিপূর্ণ হয়ে উঠবে দুপুরবেলার মায়াময় সাজ।

শাড়ি: কুমুদিনী
শাড়ি: কুমুদিনী

রাতের সাজ

রাতের বেলার সাজে গরমের প্রভাব কম থাকবে। একটু ভারী সাজ এ সময় করাই যায়। সে ক্ষেত্রে মুখ ভালো পরিষ্কার করে নিয়ে আইস থেরাপি (মুখে বরফ ঘষা) করে নিয়ে প্রাইমার লাগান। তার ওপর বিবি ক্রিম বা ফাউন্টেন ভালোমতো ব্লেন্ড করে নিতে হবে। এরপর হাইলাইটার ব্যবহার করুন। শিমার ব্যবহারে সাজে জমকালো ভাব চলে আসবে। ব্লাশঅনটাও একটু গাঢ় হতে পারে। চোখে স্মোকি ভাবের সঙ্গে চকচকে শ্যাডো এবং গাঢ় রঙের লিপস্টিক সাজে আনবে আভিজাত্য। চুলের সাজে পিঠময় চুল কোঁকড়া করে ছড়িয়ে রাখা যেতে পারে। এক পাশে সিঁথি করে সামনের চুলগুলো হালকা টুইস্ট করে নিয়ে এক পাশে খোঁপা করে নিতে পারেন। শাড়ি কিংবা ফিউশনধর্মী যেকোনো পোশাকেই দারুণ মানিয়ে যাবে।