রঙিন কৈশোরে গয়নার বৈচিত্র্য

কিশোরীর মিষ্টি হাসি ছড়িয়ে গয়নাতেও। মডেল: প্রিয়তি ও অনুভা, পোশাক ও গয়না: রঙ বাংলাদেশ, সাজ: বিন্দিয়া এক্সক্লুসিভ, ছবি: কবির হোসেন
কিশোরীর মিষ্টি হাসি ছড়িয়ে গয়নাতেও। মডেল: প্রিয়তি ও অনুভা, পোশাক ও গয়না: রঙ বাংলাদেশ, সাজ: বিন্দিয়া এক্সক্লুসিভ, ছবি: কবির হোসেন

শৈশব পেরিয়ে কৈশোর। বড় হয়ে ওঠার এ সময়ে নিজের পোশাক-আশাক সাজসজ্জা নিয়ে নানা ভাবনা খেলা করে কিশোরীর মনে। গয়নার বেলাতেও তাই। নিজের পছন্দমতো গয়নাও পরতে চায় কিশোরীর মন। সাজগোজে তাদের একটু পিছিয়ে থাকতে হয়, তাই গয়নায় নিজেদের শখ পূরণ করে নেয় ষোলো আনাই।

পাথর ও পালকের গয়নাও পছন্দ কিশোরীদের
পাথর ও পালকের গয়নাও পছন্দ কিশোরীদের

গয়নার নকশাকারেরাও কিশোরীদের কথা মাথায় রাখেন গয়না তৈরির সময়। উপাদান, নকশা, রং—সবকিছুতেই নতুনত্ব আনারও একটা চেষ্টা থাকে। কিশোরীদের জন্য তৈরি গয়নায় ব্যবহার করা হচ্ছে তামা, পিতল, কাপড়, পুঁতি, কাঠ, টার্সেল, পালক ইত্যাদি।

গয়নায় ব্যবহার করা হয়েছে নানা উপকরণ। পোশাক ও গয়না: ইয়াং কে
গয়নায় ব্যবহার করা হয়েছে নানা উপকরণ। পোশাক ও গয়না: ইয়াং কে

প্রচলিত গয়নার পাশাপাশি অপ্রচলিত বা জাঙ্ক জুয়েলারি পরার চল আগেও ছিল, এখনো আছে। মিসর ও গ্রিসের গয়নার আদলে তৈরি করা হচ্ছে এগুলো। প্রতিদিনের ব্যবহারের জন্য তামা, হাতের কাজ করা মালা, কাপড়ের মালা, গলার খোলা মালা এখন বেশ চলছে। এ ছাড়া প্যাঁচানো, একটু লম্বা, গোল গোল গয়নাও বেশ এগিয়ে। কুর্তা বা কামিজের সঙ্গে কাপড়ের রঙিন মালা বেশ মানানসই। পাশাপাশি মাটি বা টেরাকোটার নকশা করা গয়নাও পরতে পারে কিশোরীরা। পরতে পারে বিডসের তৈরি গয়নাও। তবে সেটা যেন খুব ভারী নকশার না হয়, তা খেয়াল রাখা উচিত।

গয়নায় ব্যবহার করা হয়েছে নানা উপকরণ। পোশাক ও গয়না: ইয়াং কে
গয়নায় ব্যবহার করা হয়েছে নানা উপকরণ। পোশাক ও গয়না: ইয়াং কে

ফ্যাশন হাউজ ইয়াং কের প্রধান নির্বাহী শাহনাজ খান জানান, গয়নার নকশা ঘুরেফিরে নতুনভাবে স্থাপিত হয়। সেভাবেই তৈরি করা হয় আমাদের গয়নার সম্ভার। বিভিন্ন রঙের পাথরের গয়না এখন জনপ্রিয়।

গয়নায় ব্যবহার করা হয়েছে নানা উপকরণ। পোশাক ও গয়না: ইয়াং কে
গয়নায় ব্যবহার করা হয়েছে নানা উপকরণ। পোশাক ও গয়না: ইয়াং কে

সোনালি ও রুপালি ধাতুর সঙ্গে পাথরের মিশ্রণে তৈরি গয়নাগুলো বেশির ভাগই একটু লম্বাটে মালা। গলার সঙ্গে আটকানো নেকলেস ও পেনডেন্টও আছে। পাথরের রঙের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে সাদা, হালকা হলুদ, পেস্ট, খয়েরি, গোলাপি, নীল, আকাশি, ধূসর রং। পেনডেন্টগুলোর আকারে এসেছে গোলাপ ফুল, প্রজাপতি, ময়ূর ইত্যাদি। এ ছাড়া একটু রঙিন করতে অনেক ক্ষেত্রে ময়ূরের পালক ব্যবহার করা হয়েছে।

গয়নায় ব্যবহার করা হয়েছে নানা উপকরণ। পোশাক ও গয়না: ইয়াং কে
গয়নায় ব্যবহার করা হয়েছে নানা উপকরণ। পোশাক ও গয়না: ইয়াং কে

লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মন্নুজান নার্গিস বলেন, কিশোরীদের কথা চিন্তা করে আমরা এনেছি বিভিন্ন ধরনের কানের দুল, গলার মালা, লকেট, নূপুরসহ আরও অনুষঙ্গ। এ ছাড়া আছে বিভিন্ন ধরনের চুড়ি, ব্রেসলেটও, যেগুলো তৈরি হয়েছে পাথর, বিভিন্ন ধাতু ও শুধু পমপম বল দিয়ে। পাহাড়ি গয়নার মধ্যে আছে বড় পাথরের ব্রেসলেট ও লকেট। রুপালি ধাতব, ফুলের নেকলেস মানিয়ে যায় এ বয়সের সঙ্গে। আছে পাথরের ককটেল আংটিও। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে সোনালি, রুপালি ও ধাতব রং।

গয়না পাওয়া যাচ্ছে প্রায় সব দোকানেই। নিউমার্কেট বা গাউছিয়াতে পেয়ে যাবেন অগণিত নকশা। কিশোরীদের জন্য গয়না পেয়ে যাবেন আড়ং, ইয়াং কে, লা রিভ, সেইলরসহ বিভিন্ন দোকানে। দাম খুব বেশি নয়। ২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।