বেড়ানোর ব্যাগে

ভ্রমণের ব্যাগে রাখুন দরকারি সব জিনিস। মডেল: মারিয়া, ছবি: সুমন ইউসুফ
ভ্রমণের ব্যাগে রাখুন দরকারি সব জিনিস। মডেল: মারিয়া, ছবি: সুমন ইউসুফ

হুটহাট বেড়াতে যান অনেকে। গাড়িতে উঠেই হয়তো মনে হলো, আরে তোয়ালেটাই তো আনা হলো না! রাতভর ভ্রমণ করে সকালে পৌঁছে দেখলেন ব্রাশ আনতে ভুলে গেছেন। এসব ঝামেলায় পড়তে না চাইলে বেড়াতে যাওয়ার আগে যেসব জিনিস জরুরি, তার একটা তালিকা করে নিন। এরপর ঝটপট ব্যাগে ভরে নিন জিনিসগুলো।

• দুই সেট হালকা কাপড়, যা সহজে শুকায়।

• এক সেট গরম কাপড়।

• ছোট আকারের একটি গামছা বা তোয়ালে।

• টি-শার্ট, শর্টস বা থ্রি কোয়ার্টার প্যান্ট।

• টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, লোশন, রোদচশমা এবং মশা নিরোধক লোশন।

• শুকনা খাবার—চকলেট, মুড়ি, বিস্কুট ইত্যাদি।

• দেশের ভেতরে যেখানেই যান না কেন, সঙ্গে টর্চ, একটা ছোট কাটার বা কাঁচি, সুইমিং গিয়ার এবং ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন।

• ক্যামেরা আর মুঠোফোন মনে করে সঙ্গে নিন। ফোন ও ক্যামেরার চার্জার এবং পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন।

• ভ্রমণ গন্তব্যের একটা ছাপানো ম্যাপ অথবা স্মার্টফোনে গুগল ম্যাপ নামিয়ে সংরক্ষণ করতে পারেন।

• ভ্রমণ স্পটের আশপাশের পুলিশ স্টেশন, নিরাপত্তা সংস্থা ও হাসপাতালের নম্বর একটা কাগজে লিখে নিন। দেশের বাইরে গেলে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের ফটোকপি ব্যাগের ওপরের পকেটে রাখুন, যাতে সহজে পেতে পারেন।

• বৃষ্টির মৌসুম হলে একটি ছোট ও একটি বড় পলিব্যাগ নিন। এতে গ্যাজেট, টাকাপয়সাসহ জরুরি জিনিসপত্র, যা পানিতে ভিজলে নষ্ট হতে পারে, তা সংরক্ষণ করুন।

• নিয়মিত খেয়ে থাকেন, এমন ওষুধ সঙ্গে নিন। বিদেশ গেলে চিকিৎসকের প্রেসক্রিপশন রাখুন। এ ছাড়া স্যাভলন, অ্যান্টিসেপটিক ক্রিম, ব্যান্ডেজ, প্যারাসিটামল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিন।

• ভ্রমণ উপযোগী হালকা জুতা নিন, যাতে পা ঢাকা থাকে।

• ভ্রমণে শিশুরা সঙ্গে থাকলে তার জন্য প্রয়োজনীয় খাবার, ভ্রমণবিরতিতে তার যত্নআত্তির জন্য প্রসাধনী এবং ভ্রমণ সহায়তায় সব সময় তার পাশে থাকুন।

গ্রন্থনা: তারিকুর রহমান খান