ডট ডট পলকা ডট

লাল ক্রপ কাটের টপে প্রজাপতি ছাঁটের হাতা, ওপরে সাদা পলকা ডট। নিচে সাদা প্যান্ট। সঙ্গে রোদচশমা। মডেল: হৃতিকা, পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ, ছবি: সুমন ইউসুফ
লাল ক্রপ কাটের টপে প্রজাপতি ছাঁটের হাতা, ওপরে সাদা পলকা ডট। নিচে সাদা প্যান্ট। সঙ্গে রোদচশমা। মডেল: হৃতিকা, পোশাক: আইকনিক ফ্যাশন গ্যারেজ, ছবি: সুমন ইউসুফ

কিছু নকশা চিরায়ত, ইংরেজিতে বললে ‘ক্ল্যাসিক’। যুগ যুগ ধরে ব্যবহৃত হচ্ছে, কিন্তু আবেদন ফুরায় না। পোশাকের বেলায় পলকা ডট সে রকমই। ছোট-বড় নানা আকারের অনেক বৃত্ত। কখনো ছোট-বড়, কখনো একই আকারের, কখনো একরঙা, কখনো নানান রঙের। যেকোনো কাটের পোশাকে খুব সহজে নিয়ে আসে অভিজাত ভাব। নকশা যদি সঠিক হয়, সাজেও লাগে না বাড়তি প্রয়াস। আধুনিক ও সাহসী—দুটি শব্দই যেন মানানসই। পাশাপাশি তুলে ধরে এক ধরনের নমনীয়তা।

১৯২৬ সালে মিস আমেরিকা প্রথম পলকা ডট নকশার সাঁতারের পোশাক (সুইম স্যুট) পরেন। ১৯২৮ সালে ডিজনি ওয়াল্টের তৈরি কার্টুন চরিত্র মিকি মাউসের গোলাপি রঙের পোশাকে ব্যবহার করা হয় সাদা পলকা ডট। পঞ্চাশের দশকে বেশ নজরে আসে এই নকশা। তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় সত্তরের দশকের দিকে, অনেক দেশেই। পলকা ডট থাকে সব ধরনের পোশাকেই। টপ, স্কার্ট, লং ড্রেস, শাড়ি—সব ধরনের পোশাকেই নিয়ে আসে এক অভিজাত ভাব। পলকা ডটের নকশার সঙ্গে একরঙা, ফুলের নকশাও ভালো মানাবে।